আমার ইউটিউব জার্নি — Bokhtiar The Survivor
আসসালামু আলাইকুম
ইউটিউব আমার কাছে শুধু একটা প্ল্যাটফর্ম নয় এটা আমার প্যাশন । এটা আমার জীবনের সেই জায়াগা যেখানে আমি বারবার পড়েছি, আবার উঠেছি, হতাশ হয়েছি, আবার নতুন উদ্যমে শুরু করেছি । আজকে আমি আপনাদের মাঝে আমার ইউটিউব এর জার্নি শেয়ার করছি— শুধু ভিউ বা লাইকের গল্প নয় বরং আমার শেখা, আমার করা ভুল এবং আমার প্যাশনের গল্প ।
আমার ইউটিউব এ যাত্রা শুরু হয় ২০২৩ সালের জুলাই মাস থেকে, তখন আমার পছন্দের ইউটিউব কনটেন্ট ছিলো ডার্ক, মিস্ট্রি, থ্রিলার ইত্যাদি, অজানাকে জানার আগ্রহ, বিভিন্ন মিস্ট্রিরিয়াস অভিজ্ঞতা অর্জনের জন্য মাঠে নামা, ঘন্টার পর ঘন্টা মানুষের ডার্ক নেচার নিয়ে স্টাডি করা ইত্যাদি ছিলো আমার প্রতিদিনের সঙ্গী । তখন আমি চিন্তা করলাম আমারও একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত এবং এইরকম কনটেন্ট আপলোড করা উচিত । প্রথম দুই— তিনমাস ইউটিউব কনটেন্ট এর পিছনে অনেক বেশি সময় দেই এবং আমার বেশ ভালোও লাগছিলো, মোট ৪-৫ টা ভিডিও বানিয়েছিলাম তবে আমি আমার চ্যানেলে কোনোপ্রকার ভিউয়ারদের কাছ থেকে সারা বা আগ্রহ না পেয়ে হতাশ হয়ে যাই তার উপর একটা ভিডিও তৈরি করতে হলে এর পেছনে অনেক কষ্ট করতে হয় যেমন স্ক্রিপটিং, বয়েজ ওভার, ভিডিও এডিটিং, ইনফর্মেশন কালেক্ট, থামলাইন এডিটিং, টাইটেল, সময় ইত্যাদির প্রয়োজন হয় আর আমি বরাবরই অলস প্রকৃতির মানুষ যার কারনে হতাশা আর অলসতার জন্য আমি ইউটিউবিং করা বন্ধ করে দেই । এভাবেই চলতে চলতে, একবছর পার হয়ে যায়, ২০২৪ এর ডিসেম্বর মাসে আমি ই-স্পোর্টস এর দিকে নজর দেওয়ার চেষ্টা করি এবং আমি একটা টিম বানানোর চেষ্টা করি । আমি আমার বন্ধুদের কাছে গিয়েছিলাম তবে তারা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি আর একটা টিম চালানোর মতো টাকা আমার কাছে ছিল না যার কারণে আমি ই-স্পোর্টস এর মধ্যে অংশগ্রহণ করতে পারিনি । তখন আমি চিন্তা করি ইউটিউব এ আবারো ব্যাক করবো তবে এইবার আর আগের কনটেন্টের উপর কাজ না করার সিদ্ধান্ত নেই এবং তখন আমার মাথায় আসে গেমিং কনটেন্ট । আমি বরাবরই একজন গেমার ছিলাম অর্থাৎ সেই ছোটবেলা থেকেই আমি ভিডিও গেমের প্রেমে পড়েছিলাম আর এই প্রমিক আমার মধ্যে এখনও জীবিত, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে গেমিং কনটেন্ট নিয়ে কাজ করবো । আমি গেমার আর আমার কনটেন্ট হলো গেমিং তবে আমি কোনো টক্সিক গেমার না যেমন অনেকেই একটা গেমকে ভালোবাসে এবং অন্য গেমগুলোকে নিয়ে মজা ঠাট্টা করে, এরা আর যাইহোক প্রকৃত গেমার না । প্রকৃত গেমার তারাই যারা প্রত্যেকটা গেম কে সম্মান করে এবং প্রত্যেকটা গেমগুলোকে উপভোগ করে, আমি প্রথমে আমার চ্যানেলে লাইভ গেম প্লে আপলোড করতাম তবে এতেকরে আমি দর্শকদের সাথে যুক্ত হতে পারছিলাম না যার কারণে আমি আমার ভিডিওতে কমেন্ট্রি প্লাস এডিটিং শুরু করি । আমি আমার অডিয়েন্সদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি, যদিও আমি এখন পর্যন্ত কমিউনিটি তৈরিতে সফল হয়নি তবু আমি চেষ্টা চালিয়ে যাব । কারণ আমি শুধু গেমার না আমি একজন মিমার, রাইটার, ফটোগ্রাফার, ভিডিও এডিটর এবং একজন লার্নার, নতুন কিছু শিখতে আমি খুবই ভালবাসি এবং আমার এই স্কিল গুলো আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয় । ইউটিউব আমাকে শিখিয়েছে ভিউ নয়, প্যাশন এই সব | টাকা নয় সন্তুষ্টি আসল সফলতা এবং সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হয় । আমি জানি আমার এ পথ চলা সামনে আরো কঠিন হবে, আজ হয়তো ভিও কম কাল হয়তো আরো কম হবে কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব না থামার জন্য ।
নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আমার একটাই এডভাইস থাকবে, আমি ইউটিউবে আসার আগে কখনোই এটা চিন্তা করে কাজ করেনি যে এটা থেকে আমি টাকা পাবো, ইউটিউব এর পিছে আমি কোন প্রকার বাড়তি খরচও করিনি আমার কাছে যা যা আছে তা দিয়েই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি সব সময়, কেননা ইউটিউব থেকে যে টাকা আসবে এটার ১০০% গ্যারেন্টি নেই । আর আমি যেহেতু প্যাশনের জন্য করছি তাই আমি টাকার আশাও করতে পারিনা কিন্তু অনেকে ক্যারিয়ার হিসেবে কনটেন্ট ক্রিয়েট করে, তাদের জন্য আমি একটাই কথা বলব যে এত বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আর বাকিটা আপনার ইচ্ছা । আমি আমার ইউটিউব যাত্রায় ধীরে ধীরে এগোচ্ছি, কোন প্রকার গেমিং সেটআপ অথবা কোন প্রকার দামি ইকুইপমেন্ট ছাড়াই শুধু নিজের উপর বিশ্বাস আর নিজের প্যাশনকে নিয়ে । আমি মনে করি শুরুতেই দৌড়া নয়, শুরু করাটাই গুরুত্বপূর্ণ, বাকি সব সময় এর উপর ।
স্বাগতম আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor — এ আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে সাপোর্ট করবেন । আর আমার লাস্ট ভিডিও এর লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন, আজকের মত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ।




Twitter
https://x.com/BokhtiarMr90788/status/1995792755734311219?t=XQEDSdF0oIGnY-LnR03LEw&s=19
https://x.com/pussmemecoin/status/1995778857065132345?t=XQEDSdF0oIGnY-LnR03LEw&s=19
https://x.com/BokhtiarMr90788/status/1995793343167824364?t=9-xvkNxr9GVvDSCWTkm8Jw&s=19
https://coinmarketcap.com/community/post/371545624