আমি একজন মিমার
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আমি একজন মিমার । আমি মিম বানাই । কারণ আমি কখনোই নিজেকে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না । আমি একজন অ্যাডভেঞ্চার প্রেমিক, নতুন কিছু করতে এবং নতুন কিছু শিখতে আমার অনেক ভালো লাগে । আর এই পথ চলার মধ্যে আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করি । মিম বানানোও সেই যাত্রার একটা অংশ । আমি এমন একজন মানুষ যে নিজের ভালো লাগাকে কখনোই দমিয়ে রাখেনি । আমার মিম বানাতে বেশ ভালো লাগে, এটা কোনো চাপ নয় আর এটা কোনো ট্রেন্ড ফলো নয় — এটা আমার নিজের ভালো লাগা । অনেকের কাছেই মিম মানে মজা কিন্তু আমার কাছে মিম হলো — বিনোদনের মাধ্যম, নিজের কথা বলার সহজ ভাষা, আর সবচেয়ে বড় কথা নিজেকে খুঁজে পাওয়ার জায়গা । একটা ভালো মিম একজন কে হাসায় আবার মনে করিয়ে দেয় আরে এইটা তো আমার লাইফ আর এটাই মিমের আসল শক্তি । মিম মানুষকে একা থাকতে দেয় না, একটা মিমের লাইনের মধ্যে হাজারো মানুষের অনুভূতি মিলে যায় । এই জন্যই মিম শুধু বিনোদন নয়, মিম একধরনের সংযোগ । আমি নিজেকে মিমার বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি । এটা আমার জন্য কোন ছোট পরিচয় নয় । এটা আমার আর একটা সত্তা — যেখানে আমি স্বাধীন, যেখানে আমি আমার মতো । আমি হয়তো ভিডিও তৈরি করি, লেখালেখি করি, গেমিং করি — কিন্তু মিমার হওয়াটা আমার একটা আলাদা পরিচয় । আমি একটা জায়গার মধ্যে থেমে থাকতে চাই না । নতুন কিছু করতে আমি ভালোবাসি । মিম বানানো আমাকে আনন্দ এবং অন্যদের বিনোদন দেয় আর আমাকে নিজের মতো থাকতে শেখায় । এজন্যই আমি মিম বানাই । আপনারা চাইলে আমার মিম গুলোকে চেক আউট করতে পারেন । আমি নিচে আমার মিমগুলো এবং আমার মিমের পিছনে সেই কাহিনী গুলোকে আপনাদের বলে দিচ্ছি ।
এই মিমটার পিছনে একটা স্টোরি আছে আর সেই স্টোরিটা হলো আমার এক বন্ধু নাম তার কনক সে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়মিত তার প্রেমিকের উদ্দেশ্যে পোস্ট করে । সে এতবেশী পোস্ট করে যে সেটা বলার বাইরে, আর এটাকে আমি মিম আকারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি । এতে আমার বন্ধু কনক মাইন্ড করে নি এবং এটাকে সে মজার ছলেই নিয়েছে । আমার প্রত্যেকটা বন্ধুই আমার মিমগুলোকে মজার ছলেই নেয় কেউ সেটাকে সিরিয়াসলি নেয় না ।
এই মিমের পেছনের কাহিনী কাকতালীয় হলেও এর পেছনের কাহিনী আসলেই বাস্তব । আমি এইচএসসি ২০২৪ ব্যাচ, আমার বোন এইচএসসি ২০২০ ম্যাচ । ২০২০ সালের করোনার ভয়াবহতা আপনারা সকলেই জানেন, বাংলাদেশে এটার ভয়াবহতা মার্চ মাস থেকে শুরু হয় আর ২০২০ এইচএসসি ব্যাচের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাস থেকে । তবে করোনার ভয়াবহতার জন্য পুরো দেশের লকডাউন ঘোষণা করা হয় আর পরীক্ষা পিছিয়ে গিয়েছিল । তো বারবার পরীক্ষা পিছানোর পর একটা সময় আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করে এইচএসসি ২০২০ কে অটো পাশ দিয়ে দেওয়া হোক এবং সেটাই হয় । আর অন্যদিকে এইচএসসি ২০২৪ অর্থাৎ আমার ব্যাচের যখন পাঁচটা পরীক্ষা সংগঠিত হয়ে যায় তখন বাংলাদেশে পলিটিক্যাল অস্থিতিশীলতা চলে আসে এবং দেশের মধ্যে আন্দোলন চলতে থাকে যার কারণে আমাদের পরীক্ষার তারিখ বার বার পেছানো হয় এবং একটা সময় আমাদেরও বাকি পরীক্ষাগুলো না নিয়ে অটোপাশ দিয়ে দেওয়া হয় । আর এটাকে আমি মজার ছলে মীম আকারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেই ।
এই মিমটা আশা করি সবার সাথেই হয়েছে যার কারণে আমি এই মিমটা মজার ছলে বানিয়েছি ।
এই মিমটার সাথে বেশিরভাগ মানুষ রিলেট করতে পারবে যার কারণে আমি এই জিনিসটা বানিয়েছি ।
এই মিমটা মজার হলেও বাস্তব জীবনে এটা আসলেই মাঝে মাঝে হয়ে থাকে তবে ইদানিং এই জিনিসটার প্রচলন কমে গেছে । আর আমার বন্ধুর ছবি আমি এই মিমটাতে ব্যবহার করেছি এতে আমার বন্ধু এটাকে সিরিয়াসলি না নিয়ে মজা হিসেবেই নিয়েছে ।
আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো, মুভি রিভিউ, ফটোগ্রাফি, গল্প লেখালেখি আর ব্লগ । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।



Twitter
https://x.com/i/status/2006291946978075000
https://x.com/i/status/2006286550531997705
https://x.com/i/status/2006293934457364578
https://coinmarketcap.com/community/post/372438314