আমার অংশগ্রহণ "বসন্তের ফুলের কিছু ফটোগ্রাফি "|| আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ || || ১০% @shy-fox এর জন্য 🦊}]
| Location |
|---|
| Device:Canon1100d 🌻Lens:75-300mm |
|---|
| Location |
|---|
| Device:Realme 8 5g |
|---|
| -- |
| Location |
|---|
| Device:Realme 8 5g |
|---|
| Location |
|---|
| Device:Realme 8 5g |
|---|
| পঞ্চম ফটোগ্রাফি |
|---|
| Location |
|---|
| Device:Realme 8 5g |
|---|
| Location |
|---|
| Device:Realme 8 5g |
|---|






বাহ,অসাধারণ সবগুলো ফটোগ্রাফি।দেখে মন ছুঁয়ে গেল, নতুন নতুন ফুল দেখতে পেলাম।পপি ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু
বসন্তের ফুলের ফটোগ্রাফি উপলক্ষে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা সূর্যমুখী ফুলের দিকে তাকিয়ে আমি আর চোখ ফেরাতে পারছিলাম না। আপনার শেয়ার করা এই সূর্যমুখী ফুল টি এত সুন্দর হয়েছে যা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া আমার বেশ ভালো লাগলো। আসলেই সূর্যমুখী ফুলটি অনেক ভালো লাগলো আমার ও
শহরের জীবনে বসন্ত খুঁজে পাওয়া বেশ কঠিন।
আপনি বেশ কিছু চমৎকার ছবি তুলেছেন, দেখে সত্যিই খুব ভালো লাগলো ♥️
প্রতিটি ছবি অসাধারণ সুন্দর ছিল ♥️
শুভ কামনা রইল আপনার জন্য 💌
আসলেই ভাইয়া শহরের জীবনে বসন্তের ফুল খুঁজে পাওয়া কঠিন। আপনি দারুন মন্তব্য করেছেন ধন্যবাদ
ওয়াও ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ছবি ক্যাপচার সুন্দর ভালো করেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা আছে ।আমি মুগ্ধ্য আপনার ছবির প্রতি। শুভকামনা এবং প্রতিযোগিতার জন্য আগ্রিম শুভেচ্ছা।
আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
হাহা হাত ঘাট বেধে নেমে পড়েছেন ফটোগ্রাফি করতে😁।ফটোগ্রাফি গুলো কিন্তু আসলেই সেরা ছিলো এবং খুব সুন্দর এডিটিং ও ছিলো।ছবি গুলো দেখে আন্দাজ করা যায় আপনি কোন লেভেল এর ফটোগ্রাফার।এভাবেই এগিয়ে যান শুভেচ্ছা রইলো আপনার জন্য।
যাক আপনি যাইহোক চিনতে পেরেছেন আমাকে। ভালো লাগলো ভাইয়া।
সত্যিই আমার বাংলা ব্লগ যেন এখন ফুলের একটি ঝুড়ি সবাই নতুন নতুন ফোন নিয়ে হাজির হচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো দেখার মত ছিল একদম চোখ জুড়িয়ে গেল বিশেষ করে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
আসলে ভাইয়া চোখ জুড়িয়ে যাওয়ার মত ছিল। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফিটা ধন্যবাদ।
Twitter Link
প্রতিযোগিতা উপলক্ষে অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো ফুলগুলো দেখে।আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল ভাইয়া
আপনার বসন্তের দারুন ফটোগ্রাফি খুবই চমৎকার ছিলো।ডালিয়া,কসমস,পপি,সূর্যমুখীরসহ অন্যান্য ফুলগুলো ছিলো মনোমুগ্ধকর।দক্ষ হাতে খুব ভালো ছবি তুলেছেন।
শ্রদ্ধেয় ভাই আপনার মন্তব্য সত্যিই সব সময় অসাধারণ হয়। দারুন মন্তব্য করেন ধন্যবাদ
ধন্যবাদ ও আমন্ত্রন রইলো শ্রদ্ধেয়।