জেনারেল রাইটিং - ভালো আবিষ্কারের খারাপ ব্যবহার।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, ভালো আবিস্কারের ভয়াবহ ব্যবহার।


friends-7822175_1280.jpg

Image by Simp1e123 from Pixabay

আপনারা নিশ্চয়ই রবার্ট লুইস স্টিফেনসনের ডক্টর জেকিল এবং মিস্টার হাইড গল্পটির নাম শুনে থাকবেন। সেই গল্পে লেখক আমাদেরকে দেখিয়েছেন আমাদের মনের গভীরে থাকা চরিত্রকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে তা কেমন হয়। শেষে ডক্টর জেকিল আক্ষেপ করে বলেছিল, যদি তিনি ভালো রূপ দিতে পারতেন, তবে কতই না ভালো হতো।

ঠিক তেমনই, বর্তমান সময়ে আমরা দেখতে পাই, অনেক ভালো ভালো আবিষ্কার খারাপ কাজে ব্যবহার হচ্ছে। ফর্মালিন আবিষ্কার হয়েছে মৃত লাশ, দ্রুত পঁচনশীল জিনিসগুলোর পঁচন কিছুদিনের জন্য সংরক্ষণ করার জন্য। কিন্তু খুবই ভয়াবহ ভাবে তা এখন সকল খাবার জিনিসেই ব্যবহার করা হচ্ছে।

আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছেন পাথর ভেঙ্গে জায়গা পরিষ্কার করা এবং মাটির নিচ প্রত্নতত্ত্ব উদ্ধার করার জন্য। কিন্তু তিনি স্বচক্ষে দেখলেন তার আবিষ্কার ব্যবহৃত হচ্ছে মানুষ মারার জন্য।

এমন উদাহরণ চাইলে হাজার হাজার দেয়া সম্ভব। কিন্তু, আমি সব নিয়ে আলোচনা করতে চাইনা। আমি আলোচনা করবো সর্বশেষ আবিষ্কার AI নিয়ে।

AI ভিডিও আসার পর সারা বিশ্বের মতো আমাদের দেশেও জনপ্রিয়ত লাভ করে। কিন্তু ভালো কাজে ব্যবহারের বদলে আমরা এর খারাপ এবং ভয়াবহ চর্চা করছি।

যার সর্বশেষ ভয়াবহতা আমরা দেখেছি আমাদের দেশের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মারাত্মক ভাবে জখম হওয়ার পর। যা জাতিকে দ্বিধায় ফেলে দিয়েছে।

এখন যে কোন ঘটনাকে AI এর মাধ্যমে অপব্যাখ্যা করা যায়। অবস্থা এমন শোচনীয় পর্যায়ে গেছে যে গুরুত্বপূর্ণ ঘটনায় আমরা বুঝে উঠতে পারিনা কোনটা আসল কোনটা নকল। যার কারনে যারা কিছুটা স্থুল বুদ্ধি সম্পন্ন, তারা এসব বিশ্বাস করে ফেলে।

AI এর এহেন ব্যবহারের ফলে ব্যক্তিগত ভাবে এবং জাতিগতভাবে আমরা বিরূপ প্রভাব প্রত্যক্ষ করছি। AI তৈরি হয়েছে আমাদের কাজকে সহজ করার জন্য। কিন্তু আমাদের এই অপব্যবহারের ফলে আমরা আরও ক্ষতির দিকে যাচ্ছি। যা কখনই কাম্য নয়।


IMG_5055.jpg