আসলে ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা মোটেও ঠিক নয়।
আজকে ভিন্নরকম একটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। আসলে মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। তবে সবাই নয় কিছু কিছু মানুষ এমন,সবার কথা বলা যাবে না কারণ হাতের ৫ আঙ্গুল ও সমান নয় ।তো এ কথাটা বলার পেছনে কারণ হলো অফিসে গিয়ে দেখতে পাই অনেকগুলো লিফলেট আমার অফিসে জমা হয়ে আছে।
মানে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছে এবং তাদের ভোট পাওয়ার আকাঙ্ক্ষায় প্রতিটি প্রার্থী এসে লিফলেট দিয়ে গিয়েছে। আর সুন্দর ও কোমল ভাষায় বলেছে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কিন্তু বিষয় হচ্ছে তাদেরকে যদি আমরা ভোট দেই বা তাদের পদে যদি তারা উত্তীর্ণ হয় দেখা যাবে তাদের পরিবর্তন হয়ে যাবে।
তখন দেখা যাবে তাদের এই পদ বা এই ক্ষমতার অপব্যবহার শুরু করবে। আসলে ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা মোটেও ঠিক নয়। যাই হোক সেরকম একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি সবাইকে ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি।চলুন ভিডিওটি দেখে আসি।
Posted with Speem

#play
Views: 01