আমার নিজের হাতে করা ডিজাইন।
প্রবাসে বিভিন্ন রকম কাজের মাঝে অনেকে অনেক রকম কাজ করে। তবে আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে প্রতিদিন একটু একটু করে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কাজ আছে বিভিন্ন কাপড়ের মধ্যে পাথর দিয়ে ডিজাইন করা। আসলে আপনাদের মাঝে তুলে ধরব।
প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে এই পোস্টটি আপনার মাঝে শেয়ার করছি যেখানে হ্যাঁ আমি পাথরগুলো ডিজাইন করে বসে তারপর আয়রন মেশিন দিয়ে চাপ দিব।আয়রন মেশিনের চাপে এই পাথর গুলোর মধ্যে যে ঘাম রয়েছে সেগুলো গলে যাবে এবং এই কাপড়ে লেগে যাবে এবং। চলুন শুরু করি
Posted with Speem

Upvoted! Thank you for supporting witness @jswit.
Ways to support us: