"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আমার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু অলাইকুম,

আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি @rme স্যার কে এই দারুণ কন্টেস্ট টি আয়োজন করার জন্য। আমি খুব অল্প দিন হয়েছে স্টিমিট এ জয়েন করেছি তাই হয়তো আমার পোস্টটি এতটা দারুণ নাও হতে পারে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

221588550_784234492246880_7003058624191561135_n.jpg
এই মাত্র তোলা সেলফি আমার

222838229_227476105784596_6105988690238410219_n.jpg

◽আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, বাংলাদেশে বসবাস করছি, ঢাকা শহরে। একজন মধ্যবিত্ত পরিবার এর একমাত্র মেয়ে। বাবা ২ বছর হয়েছে রিটায়ার্ড করেছেন তাই নিজের ভরনপোষণ, হাত খরচ লিজেই চালাচ্ছি। কভিড-১৯ এর জন্য ইউনিভার্সিটি বন্ধ রাখার কারনে আমি আমার চাকুরী (জুনিয়র লেকচারার পোস্ট) টি কনটিনিউ করতে পারছি না এবং বেতন ও পাচ্ছি না।

◾৬ মাস ধরেই অনলাইন কাজ এর জন্য চেস্টা করছিলাম, একটা প্লাটফর্ম এ কাজ করছি কিন্তু সেখানে পোষাচ্ছে না। ১ মাস আগে নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আমার খালাতো ভাই 'লাবিন' আমাকে স্টিমিট এর কথা বলে এবং মোটামুটি একটা ধারণা দেয়। সে স্টিমিটে নেই কিন্তু সে ইভেন্ট ফটোগ্রাফার বাই প্রোফেশন।

219051797_1166680770495735_7976282197721820083_n.jpg
আমার খালাতো ভাই লাবিন

Facebook link: https://www.facebook.com/s.m.ismail.labyn

◽অনুপ্রেরণা পেয়ে আমি নিজেই একাউন্ট খুলেছি এবং পোস্ট লিখা শরু করেছিলাম ২২ দিন আগে।

➡️ আনুমানিক ৩ জুলাই, এটি আমার স্টিমিট এ প্রথম পোস্ট ছিলোঃ Forgiveness will bring Devine energy in our life : My writing
যেহেতু আমি মোটিভেশনাল আরটিকেল লিখতে বেশ পছন্দ করি তাই এই প্রথম পোস্টটি সেই বিষয়েই ছিলো।

◾অনুভব টা বেশ ছিলো সেদিন। হ্যা, আমি মোটেও ভয় পাইনি, নারভাস অনুভব করিনি। আমার মধ্যে সবসময় একটা পজিটিভ সেন্স কাজ করে। তাই বিশ্বাস ছিলো দেরীতে হলেও আমি স্টিমিট এ একটা ব্যাবস্থা করতে পারবো।

➡️ এটি আমার ৪র্থ পোস্ট ছিলো, এই পোস্টে আমি প্রথম ভোট পেয়ে অনেক বেশী খুশি হয়েছিলামঃ Allow Me To Introduce Myself Shortly

◽আমি ৩ এস.বি.ডি পেয়েছি এই পর্যন্ত। আশা রাখি সামনে আরও পাবো ইনশাআল্লাহ। ২ এসবিডি আমি সেল করেছি। কিন্তু এখন পর্যন্ত পাওয়ার আপ, ডেলিগেশন ইত্যাদি করা হয়নি। তাই আমি এই সম্পর্কে কিছু লিখতে পারছি না। আমি এখনও এই সব বিষয় সম্পর্কে শিখছি, জানছি।এরপর থেকে কলম চালিয়ে দিলাম আর আপনাদের সহযোগিতায় আজ আমি 'ভেরিফাইড মেম্বার লেভেল ১' এ পৌছালাম।

এই ছিলো আমার অল্প দিনের গল্প। আশা করছি সব সময় পাশে থাকবেন। সবার সহযোগিতায় আরো অনেক কিছুই শিখবো, জানবো৷

©️ জান্নাতুল ফেরদৌস বৃস্টি, ধন্যবাদ।

221977498_842805903038472_1080902916894528844_n.jpg

"আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, বাংলাদেশ থেকে ৷ একজন ইউনিভার্সিটির লেকচারার তবে পাশাপাশি একজন 
                 মোটিভেশনাল বক্তা হবার ইচ্ছে রাখি।" 

➡️ এই লিংকে আমার পরিচিতির এবং একাউন্ট ভেরিফাইড এর পোস্ট রয়েছেঃ
https://steemit.com/hive-172186/@brishti/allow-me-to-introduce-myself-shortly

👉 Follow Me On Other Sides
Facebook:https://www.facebook.com/nourinafrin.dipa.92
Discord user name: Nourin#2965

        অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য❤️ 

Cc:
@rme
@blacks
@rex-sumon
@shuvo35
@winkles
@moh.arif,
@amarbanglablog
@curators
@royalmacro
@photoman

Sort:  

বাহ!! সুন্দর লিখেছেন 👌

 4 years ago 

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ 😇

 4 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া 😇

 4 years ago 

আপনাকে স্বাগতম 🥀

 4 years ago 

ভালো লিখেছেন।তবে শব্দের মাত্রা মনে হয় অতিক্রম করে গেছেন।যেই ভুলটি আমি নিজেও করে ফেলেছি।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া এই বিষয় বলে সাহায্য করার জন্য 😇

 4 years ago 

আমিও এই মাত্র আপনার সেলফিটি দেখলাম, খুব সুন্দর হয়েছে।

এটাই বাস্তবতা আপু করোনা ভাইরাস সব কিছু উলট পালট করে দিয়েছে। তবে আপনি সুন্দর লিখেন এটা সত্য, একটু চেস্টা এবং লেগে থাকেন, নিশ্চিতভাবে বলতে পারি আমাদের থেকে ভালো কিছু করতে সামর্থ হবেন।

ধন্যবাদ আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য, অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

 4 years ago 

প্রসংশা করার জন্য ধন্যবাদ ভাইয়া। আমি অনেক সম্মানিত বোধ করছি 😇

 4 years ago 

যাহা সত্যি তাহাই বলেছি আপু। সাপোর্ট না পেলেও মন খারাপ করবেন না, কিন্তু কাজের ধারাবাহিকতা ও গতি ঠিক ধরে রাখবেন।

 4 years ago 

ঠিক আছে ভাইয়া 😇

 4 years ago 

খুব সুন্দর লিখেছেন আপু।ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু 🥰

 4 years ago 

চমৎকার অনুভুতি। বেশ হয়েছে। অফুরান্ত শুভেচ্ছা।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু❤️😇

 4 years ago 

আসাধারন উপস্থাপনা। আপনার জন্য শুভকামনা আপু।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে পড়ার জন্য 😇

 4 years ago 

বাহ সুন্দর তো 👏

 4 years ago 

ধন্যবাদ আপু