বৃক্ষরোপন (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

man-1150985_1920.png

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি ভালো লাগবে সবার তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটা।


আমরা সবাই অবগত আছি গত মাস ধরে যে তাপদ্রাহ চলছে একটুও কোমার না।আমাদের দেশে তো আগে থেকে কখুনো কোনো কিছুর প্রস্তুতি নেয় না। কেনো নেইনা আমরা জানিনা।এই গরম দেখে সব স্তরের মানুষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেএটা ভাল দিক, তবে একটা কথা এই তাপমাত্রায় গাছ লাগালে একটা গাছকেও বাচাতে পারবে না তারা।মরে যাবে সব গুলো গাছ।তাই কষ্ট হলেও অপেক্ষা আমাদের করতেই হবে বৃষ্টির জন্য।


একটা দেশ কে প্রাকৃতিক দূর্যগ থেকে রক্ষা পেতে হলে ৪ এর এক অংশ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে ২০১৮ সালে দেখেছি ১৭% এখন হয়তো বৃক্ষ রোধনের ফলে সেটা কুমে আরো নিচে নেমে গিয়েছে।এই তাপমাত্রা বাড়ায় জলবায়ু পরিবর্তন সবই কিন্তু আমাদের জন্যই হয়ে থাকে আমাদের অসচেতনতা দিন দিন বারছে তার ফল ও আমরা পাচ্ছি। বৃষ্টির সময় বৃষ্টি নেই অসময়ে বৃষ্টি।গড়মের সময়ে অতিরিক্ত গড়ম আর শীতে অতিরিক্ত শীত সবই জলবায়ুর ফল।


আগে বাংলাদেশে ৬ টি রিতু ছিল তা পরিবর্তন হয়ে এখন মাত্র দুটি হয়ে গেছে গ্রিষ্মকাল আরেকটা হলো শীত কাল তবে শীতের থেকে গড়ম টাই সারা বছর বেশি থাকে।এগুলো সব হলো জলবায়ু পরিবর্তন এর ফল।এটা নিয়ন্ত্রণ করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। বন উজার একদমই করা যাবে না।এভাবে গড়ম পরতে থাকলে আগামি ১০ বছর পরে হয়তো পৃথিবীর অবস্থা ভয়ানক হতে পারে এবং তার আয়ু কমে যাবে।তাই আসুন আমরা সঠিক সময়ে বৃক্ষরোপন করি।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমান প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরাই দায়ী। আমাদের দেশে যে পরিমাণ গাছ কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে আজকের আবহাওয়ার সেই বিরুপ প্রভাব দেখতে পাচ্ছি ।সেজন্য প্রতিটা মানুষকে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে‌ একটি গাছ কাটলে সেখানে দুটি গাছ লাগাতে হবে । তাহলে আমাদের এই আবহাওয়ার ভারসাম্য ঠিক থাকবে। অনেক সুন্দর একটি পোস্ট ছিল ‌ হ্যাঁ সবাই এখন সচেতন হয়ে গাছ লাগানো শুরু করে দিয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আমরা প্রতিনিয়ত যেভাবে কাজ কেটে ফেলছি তাতে আমাদের পৃথিবী ভবিষ্যতে আরো হুমকির মুখে পড়ে যাবে। একটি দেশের মোট আয়তনের যে পরিমাণে বন থাকা প্রয়োজন তার জীবন এই বর্তমান সময়ে। বনভূমি না থাকার কারণেই আমরা এখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করছি।

 2 years ago 

ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমান সময়ে আমরা প্রচন্ড গরম এবং তাপদহ অর্থাৎ খরা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। আর এরকম দুর্যোগ কিংবা এর চেয়েও মারাত্মক দুর্যোগ আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে। তাই এরকম দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের উচিত প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। একমাত্র বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ প্রকৃতি যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবো। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জী ভাই বৃক্ষরোপন প্রয়োজন তবে সেটা সঠিক সময়ে এখন লাগালে গাছ কে বাচানো যাবে না।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আমাদের দেশে এখন শীত কোন রকম পড়ে তবে গরমটা বেশি পড়ে। এভাবে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠিত।আর এই গরমের জন্য আমরাই দায়ী। আমাদের সবারই উচিত বেশি বেশি গাছ লাগানো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের একমাত্র কারণ এই গাছপালা বন জঙ্গলের নিধন। আমরা যতটুকু না গাছপালা রোপন করছি, তার চাইতে বেশি ভূমি দখলের জন্য গাছপালা কেটে ফেলেছি। আর এ কারণেই প্রকৃতি আমাদের উপরে তার বিরুপ প্রতিক্রিয়া ফেলছে। আমি মনে করি এজন্য আমরা নিজেরাই দায়ী। যাই হোক ভাই বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। আর আবহাওয়াও বদলে গেছে। আবহাওয়ার এই প্রভাব সবকিছুর উপর পড়েছে। বৃক্ষরোপণ করা অনেক বেশি উপকারী। ভাইয়া আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি দেখি আমার মত অনেক বানান ভুল করে😂😂,ভাইয়া একটু ভালো করে চেক করে দেখেন।ধন্যবাদ

 2 years ago 

আপু কোথায় বানান ভুল হয়েছে যদি মার্ক করে দিতেন তাহলে বুঝতে পারতাম প্লিজ।