একদা হাওড়ে🕶️

in আমার বাংলা ব্লগ11 months ago

হেলো বন্ধুরা


1000085452.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একদা হাওড়ে ঘুরতে যাওয়ার কিছু সময়।

1000085450.jpg


বন্ধুরা চৈত্র মাস আমাদের কাছাকাছি আছে এইতো আর এক মাস পরেই চৈত্র মাস আর এই মাঘ মাস থেকেই হাওড় বাওর নদী নালার পানি একদমই শুকিয়ে যায়।ফলে সেখানে বিভিন্ন শষ্য চাষাবাদ ছাড়াও আরো অনেক কাজ করে থাকে।তেমনি একটা জায়গা আমি কালকে গিয়েছিলাম।এটা হাসিমপুর বাধ।এখানে আমি ছোট বেলায় ঘুরতে আসতাম অনেক।জায়গাটা আমার খুবই পছন্দের।আমি বেশ আনন্দ আর মজা করতাম এই জায়গাতে আসলে।

1000085447.jpg

কালকে গিয়ে দেখি সেখানে একদমই পানি নেই। এটা পদ্মা নদি থেকে ডাল হয়ে বেড়িয়েছে সরকার ভাবে এই অঞ্চলের ভাঙ্গন রোধ করার জন্য বাধ নির্মাণ করা হয়েছে এবং সেখানে সবাই এসে আড্ডা দেয় সময় কাটায়।এখানে যখন সবুজ ঘাস থাকে মাঠে তখন গরু ঘোড়া মহিষ ছাগল ইত্যাদি ছেরে রাখা হয় দৃশ্যগুলো মনে হয় যেনো ছবিতে আকা কোনো শিল্পির চিত্র।এতোটাই মনোমুগ্ধকর লাগে এই দৃশ্য।

1000085449.jpg


আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে ঘোড়া ঘাস খাচ্ছে এছাড়া পাশে বাচ্চারা খেলা করতেছে এগুলো আসলে পানি যখন নেমে যায় তখন ই হয়।আর যখন নদিতে বেশি পানি থাকে তখন এখানেও জলে থৈ থৈ করে চাড়ি পাশ।বন্ধুরা আশা করি আপনার ব্লগটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.