আমার আজকের কাজের কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ6 days ago

আজকে কাজে এসে নিজের ভেতরে এক ধরনের আলাদা অনুভূতি কাজ করছিল এবং মালেশিয়ার এই ব্যস্ত প্রবাসী জীবনে প্রতি দিনের কাজ গুলো অনেক সময় একঘেয়ে লাগে। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যে গুলো মনে গেঁথে যায় এবং আজ এসির পাইপ ঝালাই দেওয়ার সময় ঠিক তেমনই একটি মুহূর্ত আমি অনুভব করেছি। এবং বাইরে রোদ আধা তৈরি বিল্ডিং এবং চার পাশে কাঁচা দেয়াল এই পরিবেশের মাঝে আমাদের কাজ চলছিল। এবং আজ আমার সাথে ছিলো আমার সহকর্মী ওকে আমি ওপরে উঠিয়ে দিয়েছিলাম মই ধরে সাবধানে। এবং আমি নিজে নিচে দাঁড়িয়ে ছিলাম পুরো বিষয়টা দেখছিলাম আর প্রয়োজনে নির্দেশ দিচ্ছিলাম।

9324.jpg

এবং যখন ও ঝালাই শুরু করল আগুনের শিখা জ্বলছিল এবং তখন মনে হচ্ছিল এই আগুনের মধ্যেই আমাদের জীবনের লড়াই লুকিয়ে আছে। এবং এসির পাইপ ঝালাই শুধু একটা কাজ নয় বরং এটা আমাদের দায়িত্ব এবং আমাদের রুটির লড়াই। এবং আমি নিচে দাঁড়িয়ে ওকে বলছিলাম ঠিক করে দেও এবং জয়েন্টটা ভালো ভাবে বসাও। এবং আমার কণ্ঠে ছিল ভরসা আর ওর হাতের কাজে ছিল আত্মবিশ্বাস এবং এই বোঝা পড়াটা খুব সহজে হয় না। এবং প্রবাসে এসে আমরা যারা এক সাথে কাজ করি তারা ধীরে ধীরে পরিবার হয়ে যাই আজ সেটা খুব গভীর ভাবে অনুভব করেছি।

9321.jpg

এবং ঝালাইয়ের সময় পাইপের গরম গ্যাসের গন্ধ দেয়ালে লেগে থাকা সিমেন্ট সব মিলিয়ে একটা কঠিন পরিবেশ। এবং তবুও এই কঠিনতার মাঝেই এক ধরনের শান্তি আছে কারণ আমি জানি এই কাজের ফলেই আমাদের সংসার চলে। এবং দেশে থাকা মানুষ গুলো নিশ্চিন্তে থাকে এবং নিচে দাঁড়িয়ে আমি শুধু কাজ দেখছিলাম না বরং নিজের জীবন কেও যেনো দেখছিলাম। এবং কিছু সময় পর আমি ওকে আবার বললাম একটু সাবধানে করতে এবং ওপরে দাঁড়িয়ে কাজ করা সহজ না। এবং নিচে দাঁড়িয়ে থাকলেও মনটা কিন্তু ওপরে উঠেই ছিলো কারণ যদি কিছু হয়। এই দুশ্চিন্তা মাথায় ঘুরছিল এবং প্রবাসী জীবনে আমরা সবাই একে অন্যের দায়িত্ব নিই কারণ এখানে আপন বলতে আসলে আমরা নিজেরা।

9322.jpg

এবং ঝালাই শেষ হলে ও নিচে নামল এবং দুজনেই ঘাম ছিলাম ক্লান্ত ছিলাম কিন্তু চোখে ছিল তৃপ্তি। এবং মনে হচ্ছিল আজকের কাজটা ভালো হয়েছে এবং এই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। এবং এটা গর্বের দায়িত্বের আর পরিশ্রমের সম্মান। এবং মালেশিয়ার এই প্রবাসী জীবনে এমন ছোট ছোট মুহূর্তই আমাকে শক্ত করে। এবং এসির পাইপ ঝালাই দেওয়ার মতো কাজ হয়তো অনেকের চোখে ছোট কিন্তু আমার কাছে এটা আমার পরিচয় আমার সম্মান। এবং আজকের এই কাজ এই সহকর্মীর সাথে কাটানো সময় এই সব মিলিয়ে মনে হলো আমি শুধু কাজ করিনি বরং আমি নিজের জীবনের আরেকটা দিন সৎ ভাবে পার করেছি।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123