​মনু ভাইরা দেহেন, ময়মনসিংহা পুলাপানের নতুন একখান ব্লগ!

আসসালামু আলাইকুম, কাইমুন আছেন হগলে?
আশা করি হগলে ভালাই আছেন। এই "আমার বাংলা ব্লগ,
IMG_20260105_201606.jpg
কমিউনিটিতে আমি আজকা পয়লা আইলাম। মুই ময়মনসিংহের পোলা, তাই ভাবলাম নিজের ভাষায় যদি দুই-চাইর কথা না কই তাইলে আর কি করলাম!
আমি মূলত ভিডিও বানাই আর মাইনষের হাসি-কান্নার গল্প কবার চেষ্টা করি। আমার চ্যানেলের নামও হেইডাই। ভাবতাছি প্রযুক্তির সাহায্যে এই ভিডিওডি আরও বড় কইরা মাইনষের কাছে নিয়া যামু। হগলের কাছে দোয়া আর ভালোবাসা চাই যাতে আমরার এই আঞ্চলিক গল্পডি হগলে চিনে।
আমি এইখানে নিয়মিত ব্লগ লিখুম, আপনারা যদি আমরারে একটু সাপোর্ট করেন আর কমেন্ট কইরা জানান কেমন হইলো, তাইলে খুব খুশি হইতাম। হগলে ভালা থাইক্কেন।