মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ11 hours ago

আজ - ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000046881.jpg

কেমন আছেন সকলে? আশা করছি, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ অনেকদিন পর আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকদিন হলো কোন রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে আজকে ভাবলাম একটি রেসিপি পোস্ট শেয়ার করাই যাক। যাইহোক, আজকে আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের একটি মাছ অর্থাৎ বায়লা মাছের রেসিপি শেয়ার করব। যদিও অনেকে অন্য নামে এই মাছটিকে চিনে থাকে। যাইহোক খুবই সাধারণ এবং আমাদের দেশীয় স্টাইলের মাছটির রান্না শেয়ার করব তো চলুন শুরু করি।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • টমেটো কুচি ।
  • রসুন বাটা।
  • ধনিয়া পাতা।
  • মাছ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।

1000046859.jpg

ধাপ-২ঃ


এরপর মসলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিব।

1000046863.jpg

ধাপ-৩ঃ


এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব।

1000046862.jpg

ধাপ-৪ঃ


তেল গরম হয়ে গেলে এর মধ্যে মসলা মাখানো মাছগুলো দিয়ে দিব।

1000046864.jpg

ধাপ-৫ঃ


অল্প পানি দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।

1000046865.jpg

ধাপ-৬ঃ


মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব।

1000046868.jpg

ধাপ-৭ঃ


এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করবো।

1000046872.jpg

ধাপ-৮ঃ


রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে মাছগুলোকে নামিয়ে নেব।

1000046875.jpg

1000046878.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 7 hours ago 

টমেটো দিয়ে মাছের রেসিপি এমন ঝোল ঝোল করে রান্না করলে খেতে দারুণ লাগে। রেসিপির কালারটা চমৎকার এসেছে ভাই। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।