ধন্যবাদ আমার বাংলা ব্লগ🌹🌹

in আমার বাংলা ব্লগ27 days ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

thank-you-5077738_1280.jpg

ছবির উৎস

কেমন আছেন বন্ধুরা ?অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম।৮ ডিসেম্বর ,২০২৪ সালে আপনাদের সাথে আমি শেষ পোস্ট শেয়ার করেছিলাম।আর কমিউনিটি ও নাকি ডিসেম্বর পর্যন্তই থাকবে এটা আসলেই দুঃখজনক একটি ব্যাপার আমার বাংলা ব্লগবাসীর জন্য।তবে কমিউনিটি থাকলেই আমরা সবাই খুশি।প্রার্থনা করি দাদা যেন মত পরিবর্তন করে কমিউনিটি রাখেন।কারণ আমি জানি দাদাও কমিউনিটি কে অসম্ভব ভালোবাসে।তার হয়তো বা অভিমান হয়েছে কোনো কারণে এজন্য এই সিদ্ধান্ত ছিল।দাদার কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থী যেহেতু ভুল ত্রুটি মানুষের হয় তাই সবাইকেই ক্ষমা করে নতুন বছরে নতুন উদ্যমে কমিউনিটি টা রাখতে চেষ্টা করেন।যদিও দাদার সিদ্ধান্ত সবসময় বেস্ট তিনটা বছর দাদাকে দেখছি তার সিদ্ধান্তের উপর সবারই ভরসা রয়েছে তিনি আমাদের ভালোর জন্যই করবেন যা করার।

আসলে কমিউনিটি বাদ হয়ে গেল আর কখনোই আমরা কেউ কারো পাব না।এতদিনের একটি গোছানো কমিউনিটি নিমিষেই শেষ হয়ে যাবে ।অনেকের আবেগের জায়গায় এই কমিউনিটি ।প্রতিটি ইউজার এখানে অনেকটা টাইম দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি শেয়ার করছে এখনো।যারা প্রথম থেকে ছিলেন এখনো আছেন।এছাড়াও সবার ডেডিকেশন লেভেল খুবই ভালো ছিল।

আমি সত্যি বলতে এই কমিউনিটির কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।কারণ সবার থেকেই আমি কমবেশি অনেক কিছুই শিখেছি।তাছাড়া আমার জীবনের প্রথম কাজের জায়গা এই আমার বাংলা ব্লগ। এখান থেকে অর্জিত অর্থ আমার পড়াশুনায় ও মাঝে মাঝে ব্যবহৃত হয়েছিল।যদিও আমার পরিবার আল্লাহর রহমতে স্বচ্ছল । তারপরও অন্যের থেকে অর্থ নেওয়ার চেয়ে নিজের অর্জিত অর্থ খরচ করতে যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।তাছাড়া আমি মনে করি সবাইকেই স্বাবলম্বী হতে হবে প।

যদিও আজকে এক বছর আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে দূরে থাকা।তারপরেও মাঝে মাঝে কমিউনিটির পোস্ট দেখা হতো।যদিও এই দূরে থাকার একমাত্র কারণ ছিল একাডেমিক পড়াশুনা।আসলে সব দিক একসাথে ফোকাস দেওয়া আমার জন্য টাফ হয়ে পড়ছিল।আমার যেহেতু বিগত প্রথম,দ্বিতীয় বর্ষে জিপিএ ফার্স্ট ক্লাস ছিলনা,তাই খুব চিন্তায় ছিলাম।সেজন্য শেষ একটি ট্রাই করতে চেয়েছিলাম।আল্লাহর অশেষ রহমতে আমি আমার টার্গেট পূরণ করতে পেরেছি এবং অবশেষে ফার্স্ট ক্লাস এসেছে।তবে কমিউনিটি তে কাজ করতে আমি আগের মতই আগ্রহী কেননা আমার বাংলা ব্লগ এ ইনভেস্ট করা সময় আমার কখনোই বিফলে যায়নি।কমিউনিটি থাকলে নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করব ইনশাআল্লাহ।ধন্যবাদ আমার বাংলা ব্লগ,তুমি আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে আজীবন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -9th December,2025


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile