বেদনার আড়ালে লুকানো শক্তি//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- বেদনার আড়ালে লুকানো শক্তি
- ০১, অক্টোবর ,২০২৫
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " বেদনার আড়ালে লুকানো শক্তি " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
মানুষের জীবনে বেদনা এক অবিচ্ছেদ্য অংশ। সুখের মতোই দুঃখও আমাদের জীবনে আসে, কখনো পরীক্ষার মতো, কখনো শিক্ষা দেওয়ার মতো। তবে অনেকেই বুঝতে পারেন না যে, এই বেদনাই ভেতরে ভেতরে এক বিশাল শক্তি তৈরি করে। একে যদি ইতিবাচকভাবে ব্যবহার করা যায়, তাহলে দুঃখই হয়ে ওঠে সাফল্যের অনুপ্রেরণা।
বেদনা মানুষকে ধৈর্য ধরতে শেখায়। কঠিন পরিস্থিতি পার করার সময় আমরা শিখি কিভাবে চুপচাপ সহ্য করতে হয়, কিভাবে সময়ের অপেক্ষা করতে হয়। এই ধৈর্যের মধ্যেই তৈরি হয় ভেতরের দৃঢ়তা। জীবনের বড় বড় সমস্যায় যারা সফল হয়েছেন, তাদের অধিকাংশই কোনো না কোনো গভীর বেদনার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
বেদনার মধ্যে লুকানো থাকে সৃজনশীল শক্তি। অনেক কবি, সাহিত্যিক, শিল্পী বা সংগীতশিল্পী তাদের ব্যক্তিগত কষ্টকে শিল্পে রূপান্তর করেছেন। রবীন্দ্রনাথের গান থেকে শুরু করে নজরুলের কবিতায় আমরা বেদনার রঙ দেখতে পাই, আর সেই বেদনাই তাদের সৃষ্টিকে করেছে অনন্য।
বেদনা মানুষকে নতুন লক্ষ্য নির্ধারণে উদ্বুদ্ধ করে। যখন একটি সুযোগ হারিয়ে যায় বা কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন অনেকেই ভেতর থেকে নতুন করে লড়াই করার শক্তি পান। এই শক্তিই তাকে সামনে এগিয়ে নেয়। অর্থাৎ, বেদনা একধরনের জাগরণ ঘটায়, যা মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়।
বেদনা আমাদের শেখায় সহানুভূতি। যে নিজে কষ্ট ভোগ করেছে, সে অন্যের কষ্টকে ভালোভাবে অনুভব করতে পারে। ফলে সমাজে মানবিকতা বাড়ে, সম্পর্ক দৃঢ় হয়, এবং মানুষ একে অপরের পাশে দাঁড়াতে শিখে। এভাবে বেদনা শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও শক্তিশালী করে।
বেদনার আড়ালে আরেকটি শক্তি হলো মানসিক দৃঢ়তা। বারবার আঘাত পেয়ে যখন মানুষ দাঁড়িয়ে যায়, তখন তার আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যায়। এই আত্মবিশ্বাস তাকে ভবিষ্যতের যেকোনো সমস্যার সামনে নির্ভীক করে তোলে। অর্থাৎ, বেদনা মানুষকে ‘ভঙ্গুর’ করে না বরং ‘অটল’ করে।
সবশেষে বলা যায়, বেদনা জীবনের অন্ধকার নয়, বরং এক নতুন আলো খুঁজে পাওয়ার দরজা। এর আড়ালে লুকিয়ে থাকে অদেখা শক্তি, যা মানুষকে গড়ে তোলে পরিণত, সহনশীল এবং সফল। তাই দুঃখকে দুর্বলতা ভেবে ভেঙে পড়া উচিত নয়; বরং এটিকে জীবনের শিক্ষক হিসেবে গ্রহণ করলে বেদনার আড়ালেই আমরা খুঁজে পাব আমাদের আসল শক্তি।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।





https://x.com/mahmudrr_r/status/1973278356574798103?t=pbBdcVpB4ewDkNb2mMvOXA&s=19
https://x.com/mahmudrr_r/status/1973278753179808006?t=89Wtk7UMieaUIusUB6KE8Q&s=19