লাইফস্টাইল পোস্ট ||| জুতার সেলফ কেনার অভিজ্ঞতা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি লাইফ স্টাইল পোস্ট নিয়ে "জুতার সেলফ কেনার অভিজ্ঞতা"।
প্রতিটি পরিবার যখন নতুন ভাবে শুরু হয় তখন সেই পরিবারটিকে গোছানোর জন্য সংসারে কতনা জিনিসের প্রয়োজন হয়।আর প্রয়োজনের জন্যই আমরা মেয়েরা ঘরকে আকর্ষণীয় ও সুন্দর করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকি।কিন্তু একটি জিনিস দিয়ে অথবা একই মডেলের জিনিস দিয়ে সারা জীবন চলে যায় না। যতদিন যায় মানুষের চাহিদা এবং নিত্যনতুন ডিজাইনের জিনিস পত্রের প্রতি আকর্ষণ ও চাহিদা বেশি হয়।হয়তোবা একটি জিনিস কিনে কিছুদিন ইউজ করা হয় তারপর এই জিনিসটি ইউজ করতে করতে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন আরেকটি জিনিসের প্রয়োজন পড়ে আর সেই মুহূর্তে আমরা নতুন কোন ডিজাইন বা মডেল খুঁজে সেই জিনিসটি বাসায় নিয়ে চলে আসি।

মন মত কোন জিনিস না হলে আসলে ঘর সাজিয়ে পরিপূর্ণ তৃপ্তি আসে না। ঘরের প্রতিটি জিনিস রুচি সম্মত অথবা পছন্দ মত যদি সেই গৃহিনীর না হয় তবে সেই জিনিসগুলোর প্রতি কোন যত্ন অথবা মায়া-মমতা কিছুই আসে না। প্রতিটি গৃহিণী চায় আমার ঘরকে সুন্দর লাগুক আকর্ষণীয় লাগুক এবং মন মত আমি যেন আমার ঘরটিকে সুন্দর ভাবে সাজাতে পারি। তাই তো আগের পুরাতন জিনিসগুলো ফেলে অনেকেই চেষ্টা করে নতুন কিছু কেনার জন্য। যদিও অপচয় করা ঠিক না কিন্তু কোন জিনিস যদি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে তবে সেই ক্ষেত্রে সেটাকে অপচয় বলা চলে না সেটা প্রয়োজন।

আর এই প্রয়োজনের সূত্র ধরে আমি চলে গেলাম মার্কেটে।আজ মার্কেটে গিয়ে দেখি মার্কেটে সেরকম পরিমাণ ভিড় নেই। বেশ ভালই ছিল আশেপাশের চারপাশ শান্ত পরিবেশ।তবে আজ মার্কেট করে অনেক শান্তি পেলাম।গিয়ে বেশ কিছু জিনিস দেখলাম এবং টুকটাক করে পছন্দ করে কিনে নিলাম। হঠাৎ মনে পড়লো জুতার স্ট্যান্ডটা আমার আগের পুরাতন হয়ে গেছে।সে সময় জুতার স্ট্যান্ড দেখে পছন্দ হলো এটাও কিনে ফেললাম। তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিনে নিলাম জুতার স্ট্যান্ড। কারণ এত টাকা অপচয় করার কোন যুক্তি নেই জুতার স্ট্যান্ডের জন্য।
আমার যতটুকু প্রয়োজন ঠিক অতোটুকু সীমানার মধ্যে করার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার অতিরিক্ত চাহিদা নেই। অনেক ব্যয়বহুল সব থেকে বেশি দামের জিনিস আমাকে নিতে হবো তা নয় । দুটো কালার ছিল একটি কাঠ কালার আর একটি লাল তবে কাঠ কালার আমার ভালো লেগেছে তাই এটাই নিয়ে চলে এলাম। তারপর বাসায় এসে এডজাস্ট করলাম । মাত্র কিছুদিন ইউজ করতে পারলেই অনেক। এই ছিল আমার আজকের অনুভূতি।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




