"আল-নূর" আই হাসপাতালে একদিন
হ্যাল্লো বন্ধুরা
আমরা যারা কানাবাবার দল, মানে নিয়মিত চশমা ব্যবহার করতে বাধ্য, পারলে ঘুমানোর সময়ও চশমা পরে ঘুমাই, আমরা জানি যে চোখের পাওয়ার নিয়মিত ৬ মাস পর পর চেক আপ করানো ভালো। আমি তো বহু বছর আগে থেকেই নিয়মিত চশমা ব্যবহার করি। সেই ২০০৫ সালের ডিসেম্বর থেকে শুরু..... চশমা আর মাইগ্রেন, এই দুইটা জিনিস তখন থেকে আর আমাকে ছাড়ে নি। তো বিগত বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম অনেকদিন হয়ে গেলো চোখের পাওয়ার চেক আপ করানো হয় না, একবার চেক আপ করানো প্রয়োজন। শেষ চেক আপ করিয়েছিলাম ২০২২ সালের অক্টোবর মাসে৷ আমি আর আমার হাসবেন্ড দুইজন ই একসাথে চোখের ডাক্তার দেখাই বিগত দুই বছর ধরে৷ এবারো একসাথে দেখাবো। আমরা আগে 'বাংলাদেশ আই হসপিটাল ' এ দেখাতাম। 'বাংলাদেশ আই হসপিটাল ' আমাদের বাসা থেকে একটু দূরে হয় আবার দূরত্বের চেয়ে বড় কথা, ওই রাস্তাটায় ট্রাফিক জ্যাম অনেক বেশি থাকে। তাই ওটা এভোয়েড করতে চাচ্ছিলাম এবার। এবং ভাবছিলাম যে কাছাকাছি কোথায় দেখাবো।
চেক আপ এর পর জানলাম, আমাদের দুজনেরই চশমার পাওয়ার কিছুটা কমেছে। আমাকে সাথে একটি আইড্রপ সাজেস্ট করেছেন। সব মিলিয়ে " আল নূর চক্ষু হাসপাতাল" এর সেবা আদের দুজনের কাছেই বেশ ভালো লেগেছে। " বাংলাদেশ আই হসপিটালে " যে সেবার খরচ ১৫০০ টাকা পার পার্সন, প্রায় একই সেবা আমি ২৫০ টাকায় " আল নূর আই হসপিটালে" পেয়েছি এবং আমরা দুজনই এই সেবায় স্যাটিসফাইড।
আজ এপর্যন্তই থাকলো। খুব শীঘ্রই অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলেই ভালো থাকবেন, সেই আশা রইলো।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।








চোখের পাওয়ার একবার কমা শুরু হলে তা কমতেই থাকে।চোখের যত্ন নেবেন।আর নিয়মিত চেক আপ করাবেন।এখন তো কম খরচেই ভাল মানের একটি প্রতিষ্ঠান ও পেয়ে গেলেন। ধন্যবাদ প্রতিষ্ঠান টি সম্পর্কে জানানোর জন্য।
ঢাকায় এখন বেশ কিছু এ ধরনের হাসপাতাল রয়েছে,যেখানে বেশ কম খরচে এ ধরনের চোখের ট্রিট্মেন্ট হয়। আর ঠিক তাই যারা চশমা পরে তাদের ৬ মাস পরপর চোখ দেখানোর নিয়ম। কিন্তু আমরা বেশিভাগ লোকই তা করি না। তাও বেশ কয়েকদিন পরে হলেও আপনি দেখিয়েছেন তা বেশ ভালো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সেটাই আপু। আগে জানা ছিলো না যে এমন কম খরচে এমন ভালো সেবা পাওয়া যায়। তবে এখন যেহেতু সন্ধান পেয়ে গিয়েছি, এরপর থেকে আল-নূর আই হসপিটালেই চেক আপ করাবো ।