ছোট অর্জনও ছোট নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে ছোট অর্জন, বড় অর্জন, অনেক কিছুই আসে। আসলে আমাদের ছোট একটি জীবনে আমরা কত সময় পার করি, সেটা হয়তো আমরা নিজেরাও অনেক সময় উপলব্ধি করতে পারি না। কারণ, দেখতে দেখতে হয়তো চোখের পলকেই সময় শেষ হয়ে যায়। কিন্তু সেই সময় শেষ হয়ে যায় বলে যে আমাদের জীবনে কোথাও কোন কিছু কম থাকে, তা নয়। অর্থাৎ, আমরা আমাদের জীবনে আসলে অনেক কিছুই পার করে আসি। আর তার মধ্যে একটা বিশেষ ব্যাপার হলো, আমাদের জীবনে ছোট ছোট অর্জনগুলো।

এটা এমন একটা ব্যাপার, যেটাকে আমরা সবসময় আসলে ইগনোর করার চেষ্টা করি। অর্থাৎ, আমাদের জীবনে যদি কোন বড় অর্জন আসে, তাহলে সেটাকে আমরা অনেকটা বাহবা দেই কিংবা সেটাকে আসলে অনেক গুরুত্বসহকারে দেখি। কিন্তু যদি কোন ছোট অর্জন আসে, তাহলে সেটাকে আমরা তেমন গুরুত্বসহকারে দেখি না। এবং শুধু তাই নয়, কোন ছোট অর্জনকে আসলে আমরা অর্জন বলে মনে করি না। এবং এখানেই আমাদের মূল সমস্যা। অর্থাৎ, ছোট ছোট বিন্দু কণা থেকেই কিন্তু বড় কোন কিছু হতে পারে। আর তাই সবসময় ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্বসহকারে দেখা উচিত।

আমরা যদি আমাদের ছোট অর্জনগুলোকে অ্যাপ্রিশিয়েট করতে পারি এবং ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্বসহকারে দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর আমাদের জীবন যদি সুন্দর হয়, তাহলে কিন্তু বড় অর্জন আসতেও দেরি হবে না। তাই আসলে ছোট ছোট অর্জনগুলোকে কখনোই ছোট ভাবা উচিত নয়। কারণ, অর্জন ছোট হোক বা বড়, অর্জন সব সময় অর্জনই হয়। আর নিজেকে অ্যাপ্রিশিয়েট করা অনেক ভালো একটি ব্যাপার। আর আমরা যদি প্রতিনিয়ত প্রতিটি ছোট ছোট কাজে নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে পারি, তাহলে সে ক্ষেত্রে আমাদের মনোবলও অনেক বৃদ্ধি পাবে। এটা আমি বলার কারণ হলো, আমরা সব সময় নিজের ছোট ছোট অর্জনগুলোকে অনেক হেয় করে দেখি, যেটা করা কখনোই উচিত নয়।

ABB.gif