ভালো থাকার জন্য বিরতির দরকার
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সব সময় ভাবি যে, প্রতিনিয়ত আমরা যদি কাজের মধ্যে থাকি, তাহলে আমাদের অনেক লাভ হবে। ব্যাপারটি একেবারেই সঠিক কথা। সবসময় অবশ্যই কাজের মধ্যে থাকা উচিত। আর একটি বিশেষ ব্যাপার হলো, আসলে আমরা যদি কাজের মধ্যে না থাকি, তাহলে আমাদের মধ্যে অনেক খারাপ চিন্তাভাবনা বাসা বাঁধবে, যেটা হতে দেওয়া উচিত নয়। কারণ, যেই মুহূর্ত থেকে আমাদের আসলে খারাপ চিন্তাভাবনা মাথায় চলে আসে, সেই মুহূর্তগুলো থেকে আমাদের ডাউনফল শুরু হয়। তাই নিজের ব্রেইনকে ফ্রেশ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু তার মানে এই নয় যে, একজন মানুষের রোবট হয়ে যেতে হবে। কারণ, একটা মানুষ যদি রোবটের মতন ২৪ ঘণ্টা কাজ করতে থাকে, অর্থাৎ নিজের অনুভূতি সবকিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র কাজে মনোনিবেশ করে, তাহলে আসলে সেই মানুষ দীর্ঘদিন ধরে ভালো কাজ কখনোই করতে পারবে না এবং সে ভালো কাজ ডেলিভারও দিতে পারবে না। কারণ, যদি মানুষ কাজ করতে করতে একটা রোবটের মতন হয়ে যায়, অর্থাৎ অনুভূতিশূন্য হয়ে যায়, তাহলে আসলে সেই কাজের প্রতিটা দায়িত্ববোধ থাকবে, কিন্তু মায়া, টান, ভালোবাসা এসব থাকবে না।
আর এইসব ছাড়া কোন কাজ করলে আসলে কাজে সফলতাটাও দিন দিন খুব একটা আসে বলে আমার মনে হয় না। তাই মাঝেমধ্যে নিজেকে বিরতি দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, একটা বিরতি মানে কিন্তু সময় শেষ করা নয়, সময় নষ্ট করা নয়। একটি বিরতি মানে হলো, আবার নতুন করে শুরু করা এবং কাজের মধ্যে নিজেকে কিছুটা সময় দেওয়া, যেটা কাজের প্রেসারকে কিছুটা হালকা করে এবং কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই আসলে কাজের মধ্যে মাঝেমধ্যে বিরতি নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে করে আসলে আমাদের কাজ যেমন সুন্দর হয়, ঠিক একইভাবে আমাদের একটু স্বস্তি পাওয়ার মতন মুহূর্ত তৈরি হয়।

