শীত আর ব্যাডমিন্টন

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি । তো শীত চলে এসেছে বেশ অনেকদিন হয়ে গেলো, এখন অনেকের কাছেই মনে হতে পারে শীততো মাত্র কিছুদিন হলো আসছে । আসলে আপনারা যারা শহরে থাকেন তাদের জন্য শীত লাগা মাত্র কয়েকদিন হলেও আমরা যারা গ্রামে থাকি তাদের শীত আরও অনেক আগেই চলে আসে ।

1000127792.jpg

আমরা প্রতিবছরেই শীতের মধ্যে ব্যাডমিন্টন খেললেও গত বছর আমরা ব্যাডমিন্টন খেলার কোন প্রকার প্রস্তুতি নেইনি, তার কারণ হলো আমাদের বাড়ির পাশের একজন, আমার ভাই সে ঢাকায় শিফট হয়ে গেছে আর তার ঢাকা শিফট হওয়ার কারণে আমরা ব্যাডমিন্টন খেলতে পারিনি । কেননা আমার ওই ভাই ব্যাডমিন্টন খেলার জন্য যাবতীয় ম্যানেজমেন্টের দায়িত্বে সে থাকতো আর সেই আমাদেরকে গাইড করতো কিন্তু গত বছর সে না থাকায় আমরা ব্যাডমিন্টন খেলার জন্য কোন প্রকার প্রস্তুতি নেইনি ।

তবে এই বছরের অক্টোবর মাসের শুরু থেকেই আমার চাচাতো ভাইয়েরা আমাকে খুব রিকোয়েস্ট করছিল যাতে করে আমি সেই দায়িত্বটা নেই, আমি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি কিন্তু দায়িত্বটা অনেক বড় তাই আমি না করে দিয়েছিলাম তবে তারা আমাকে কোন না কোন ভাবে রাজি করিয়ে নিয়েছিল । তো আমি মনে করেছিলাম যে আমরা দুই থেকে তিনজন পুরো কাজটাই সামলে নিব তবে এটা আমার ধারণার থেকেও কঠিন ছিল । আসলে ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে যত বেশি মানুষ হবে তত বেশি ভালো, পরিশ্রম আর আর্থিক দিক থেকেও, আমি ঠিক করেছিলাম আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করব নভেম্বরের ১০ তারিখের পর থেকে তবে আমরা আগে থেকে আমাদের যতগুলো জিনিসপত্র লাগবে কেনাকাটা শুরু করে দেব কেননা যখন ব্যাডমিন্টন খেলার সিজন চলে আসে তখন ব্যাডমিন্টন খেলার সামগ্রীর দাম বেড়ে যায় ।

তো আমাদেরকে এই বছর সবকিছুই নতুন থেকে শুরু করতে হয়েছে, আমাদের কাছে মাত্র ব্যাডমিন্টন খেলার তিনটি ব্যাট ছিল তাই আমরা সিদ্ধান্ত নেই এ বছর আমরা আরো দুটি ব্যাট কিনব । আমরা অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন ব্যাট, জাল, ইলেকট্রিক ওয়্যার, লাইট, বেকার ইত্যাদি কিনে নিয়েছিলাম আর আমাদের মানুষের সংখ্যা কম হওয়ায় আমাদের চাঁদার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল । এইসব কিনার পর আমরা আমাদের বাড়ির পাশের একটি ক্ষেতের মধ্যে আমাদের ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটার সিদ্ধান্ত নেই এর আগেও এখানেই আমরা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটতাম । ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটার জন্য আমরা তেমন বেশি মানুষ পাইনি মাত্র চারজন মিলে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কেটেছি, আমাদের পক্ষে এটা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল, আমরা মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার মত টানা কাজ করেছিলাম ।

ব্যাডমিন্টন কোর্ট কাটার পর আমাদেরকে আরো একটি কাজ করতে হয়েছে সেটা হচ্ছে মাচা তৈরি করা, মাচা তৈরির পেছনের কারণ হলো ব্যাডমিন্টন খেলার সময় বেশ অনেক প্লেয়ারই খেলতে আসে, বন্ধু-বান্ধব আর বাড়ির আশেপাশের মানুষরা, যার কারণে মাচাটা থাকলে সবাই বসতে পারে । মাচা বানানোর জন্য আমাদেরকে এক থেকে দুইটার মত সুপারি গাছ কাটতে হয়েছিল আর সুপারি গাছগুলো কাটা অনেক রিস্কি কাজ ছিল কিন্তু তারপরও আমরা তিন থেকে চারজনের মত একটু রিস্ক নিয়ে হলেও সতর্কতার সাথে সুপারি গাছ কেটে ছিলাম । আমাদের ব্যাডমিন্টন কোর্ট আর বাকি যাবতীয় কাজগুলো করতে বেশ অনেকদিন সময় লেগেছিল, অবশ্য তাড়াহুড়া করার মত কিছু নেই, ব্যাডমিন্টন খেলা শুরু হতে অনেক সময় বাকি ছিল আমাদের হাতে তাই ইচ্ছে করেই রিলাক্সে আমরা কাজগুলো করেছিলাম । আমরা এখন প্রতিদিন ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টন খেলার সময় আমাদের বন্ধু-বান্ধব ছোট ভাই এবং আমাদের বড় ভাই সবার সাথে দেখা হয় এবং তাদের সবার সাথে কুশল বিনিময় হয়ে যায় । আজকের মত এ পর্যন্তই আশা করি আমার এই পোস্টটা পড়ে আপনাদের কাছে ভালো লেগেছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী কোন পোস্টে, আল্লাহ হাফেজ ।

ক্যামেরা আর কিবোর্ড এর পেছনে আমি

আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো, মুভি রিভিউ, ফটোগ্রাফি, গল্প লেখালেখি আর ব্লগ । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।

ধন্যবাদ

1000130766.png

Sort:  
 26 days ago 
 25 days ago 

শীতকালে ব্যাডমিন্টন খেলা পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। ব্যাডমিন্টন খেলতে আমারও অনেক বেশি ভালো লাগে। তবে অনেকদিন আর ব্যাডমিন্টন খেলা হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।