অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে, বাড়াতে হবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার
পৃথিবীর সকল লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। পৃথিবীতে বসবাস করাকালীন সময়ে লোকজন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে যাচ্ছে। এই সুযোগ সুবিধা গুলো ভোগ করা কালীন সময়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রাখি না। আমরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছি তারা কি আদো সেগুলো ভোগ করতে পারবে,নাকি আবার তাদের বেলায় এদের কিছু অংশ বিলীন হয়ে যাবে।

উপরোক্ত চিন্তাধারার পরিপেক্ষিতে আমাদের মাথায় যে বিষয়টি বিবেচনায় নিয়ে আসতে হবে- তা হল অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য শক্তির সঠিক ব্যবহার। নবায়নযোগ্য শক্তিগুলো পুনরায় উৎপাদন করা সম্ভব এবং পৃথিবীর যত দিন বিদ্যমান থাকবে ততদিন এসব শক্তির ব্যবহার করলেও শক্তির উৎস সমূহ কখনো ফুরাবে না। অপরদিকে অনবায়নযোগ্য শক্তি সমূহ ব্যবহার এর ফলে একদিন না একদিন ফুরিয়ে যাবে।
যে সকল শক্তির উৎস সমূহ ব্যবহারের ফলে কখনোই ফুরোই না এবং শক্তির উৎস গুলো পুনরুৎপাদন সম্ভব হয় ঐসকল শক্তির উৎস সমূহকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে। নবায়নযোগ্য শক্তির উৎস সমূহ পুনঃব্যবহারযোগ্য হওয়ায় এগুলো ব্যবহার নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী। বিভিন্ন ধরনের শক্তির প্রাকৃতিক উৎস সমূহ এ শ্রেণীর অন্তর্ভুক্ত। সূর্যের আলো ও তাপ, বায়ুপ্রবাহ, নদীর পানির স্রোত, সমুদ্রের পানির তরঙ্গ, ময়লা-আবর্জনা, জোয়ার- ভাটা এবং হাইড্রোজেন ফুয়েল সেল নবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য শক্তির এ সকল উপকরণ থেকে শক্তি উৎপন্ন করা অনেকটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয় এগুলোর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে না।
যে সকল শক্তির উৎস সমূহ ব্যবহারের ফলে একসময় তা ফুরিয়ে যায় এবং শক্তির উৎস গুলো পুনরুৎপাদন সম্ভব নয় ঐসকল শক্তির উৎস সমূহকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে। অনবায়নযোগ্য শক্তির উৎস সমূহের মধ্যে আমরা যে উৎসগুলো প্রধানভাবে ব্যবহার করি সে উৎস সমূহ হল পানি, বিদ্যুৎ এবং গ্যাস। বর্তমানে ব্যবহারযোগ্য বেশিরভাগ শক্তির উৎস অনবায়নযোগ্য শক্তি উৎস। প্রায় সকল প্রকার জীবাশ্ম জ্বালানি অনবায়নযোগ্য শক্তির অন্তর্ভুক্ত। কয়লা প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি। অনবায়নযোগ্য শক্তির উৎস গুলোকে আমরা বেশি ব্যবহার করে থাকি। কারণ এইগুলো দামে কম এবং এদের সহজলভ্যতা রয়েছে।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিষয়টি বিবেচনায় রেখে অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে, বাড়াতে হবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার।



খুব সুন্দর এবং কার্যকরী একটি পোস্ট করেছেন।তথ্য দিয়ে ভরপুর একটি লেখা।আমাদের সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
খুব সুন্দর বিষয় তুলে ধরে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া।ফোটোগ্রাফিগুলি অনেক সুন্দর।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
আপনার চিন্তাধারা খুব ভালো। পোস্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
আপনাকে ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
একদম খাঁটি কথা আর আমরা যত বেশি পরিমাণ অনবায়নযোগ্য শক্তি এর ব্যবহার কমাতে পারবো তত বেশি পরিমাণ আমাদের পৃথিবী কে ভালো রাখতে পারব।
গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
সুন্দর লিখেছেন ভাই।
ধন্যবাদ ভাই।