মহান বিজয় দিবসের শুভেচ্ছা || Happy Victory Day - Bangladesh

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

আজ মহান বিজয় দিবস, শুরুতেই সবাইকে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যথাযথ মর্যাদার সাথে আজকের এই মহান বিজয় দিবস পালন করছেন। কারণ আজকে বাংলাদেশের জাতীয় উৎসব, একটা নতুন দেশ, একটা নতুন পতাকা এবং একটা নতুন মানচিত্র তৈরীর আনন্দময় যাত্রার উৎসব। তবে সেটা খুব সহজেই কিন্তু আসে না, এটা অর্জন করা এতোটা সহজতর ছিলো না। এর জন্য প্রচুর রক্ত দিতে হয়েছে, প্রচুর জীবনের কোরবানী দিতে হয়েছে এবং নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরই এসেছে।

আমরা যদি আমাদের অতীত ভুলে যাই, আমারা যদি আমাদের বীর সন্তানদের এই ত্যাগের কথা ভুলে যাই, আমরা যদি যথাযথভাবে তাদের স্মরণ না করি, তাহলে সেটা হবে জাতীয় বেঈমানীর শামিল। আমাদের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং আগ্রহবোধ থাকতে হবে। তারা যদি তাদের জীবন উৎসর্গ না করতেন, তারা যদি জীবনের মায়া করে যুদ্ধ হতে ফিরে আসতেন এবং আপোষ করে নিতেন, তাহলে আজকে হয়তো আমরা ভিন্ন ভাষায় কথা বলতে বাধ্য হতাম, আমরা হয়তো নতুন লাল সবুজের এই পতাকা পেতাম না, আমরা হয়তো নতুন পরিচয়ে বিশ্বে জায়গা করতে পারতাম না।

bangladesh-6098103_1280.png

সুতরাং তাদের অবদান, তাদের ত্যাগ এবং তাদের এই সংগ্রামকে আমরা কখনো ভুলতে পারবো না, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, তাদের জন্য হৃদয়ের অন্তস্থল হতে আন্তরিকতা নিয়ে দোয়া করতে হবে, আল্লাহপাক যেন তাদের এই ত্যাগকে কবুল করেন এবং জান্নাতবাসী করেন। না এখানেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয়, বরং আগামী প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরতে হবে, তাদেরকে অতীত সম্পর্কে সুন্দর ধারণা দিতে হবে এবং দেশের এই বীর সন্তানদের ত্যাগের মহিমা লালন করার জন্য গড়ে তুলতে হবে। কারণ শিকড় হতে বিচ্ছিন্ন হওয়া যাবে না।

যদিও এতোটা ত্যাগ স্বীকার করার পরও আমরা সেই কাংখিত মাতৃভূমি ফিরে পাইনি, হয়তো একটা মানচিত্র তৈরী হয়েছে, নতুন একটা পাতাকা পেয়েছি কিন্তু সেই প্রকৃত স্বাধীনতা আমরা আনতে পারি নাই, দেশকে প্রকৃতপক্ষে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি নাই। আমাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের সেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, দূর্নীতিমুক্ত, শোষনমুক্ত, অবিচারমুক্ত এবং বৈষম্যহীনতা দূর করার নতুন যুদ্ধ করতে হবে, এই যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার কোন বিকল্প নেই, নতুন দেশ গড়ার লড়াইয়ের মাধ্যমে সোনার বাংলা গড়তে হবে।

সুতরাং, বিজয় অর্জন করা যতটা সহজ সেটাকে রক্ষা করা ঠিক ততোটাই কঠিন, আজ স্বাধীনতার এতো বছরও আমরা প্রকৃত স্বাধীনতা হতে বঞ্চিত, সেই বঞ্চতা হতেই নতুন শক্তি তৈরী করতে হবে। মুক্তিযোদ্ধাতের স্বপ্নকে নতুনভাবে বাস্তবায়ন করার শপথ নিতে হবে, আমাদের মাতৃভূমি আমাদেরকেই রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। যারা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, বাংলা ভাষায় কথা বলার সুযোগ তৈরী করে দিয়েছে তাদের প্রতি পুনরায় শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png