কলার কাঁদির কিছু ফটোগ্রাফি [৭ এপ্রিল ২০২৪]

in Beauty of Creativity2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। তোমরা সবাই জানো যে, আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালবাসি। তাছাড়া বিভিন্ন সময় তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। শেয়ার করা ফটোগ্রাফি গুলো নিয়ে যখন তোমাদের ভালো ভালো মন্তব্য গুলো পাই, আমার খুবই ভালো লাগে। যাইহোক, আজকে তোমাদের সাথে কলার কাঁদির কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই কলার কাঁদির ফটোগ্রাফি আমি কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশের একটি জায়গা থেকে তুলেছিলাম। আমি যখন ছবিগুলো তুলেছিলাম তখন বিকালের সময় ছিল। সূর্য ডুবে যাওয়ার ঘন্টাখানেক পূর্বে আমি এই ছবিগুলো তুলেছিলাম। যদিও গাছের পজিশন সূর্যের দিকে থাকার কারণে ছবি হালকা ব্ল্যাক হয়েছে, তবে ছবিগুলো দেখতে কিন্তু বেশ ভালই হয়েছে আমার মতে। যাইহোক,কলার কিন্তু অনেক প্রকারের জাত রয়েছে। বিভিন্ন জাতের কলা আমাদের এই ভারতে পাওয়া যায়। তবে এখানে থাকা কলা যে কোন জাতের ছিল, এটা ঠিক আমি ভালো করে বুঝতে পারিনি। কালার কিন্তু অনেক পুষ্টি গুনাগুন রয়েছে। এই কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কলা কিন্তু কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় আবার পেকে গেলে নরমাল ভাবে খাওয়া যায়। যাইহোক, অনেক কথা হলো, এবার এক এক করে সেই দিনের তোলা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

InShot_20240407_182708989.jpg

InShot_20240407_162710578.jpg

InShot_20240407_162637913.jpg

InShot_20240407_162737495.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা কলার কাঁদির কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুগ্ধ হলাম আপনার ফটোগ্রাফি দেখে। সব সময় আপনার ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগে। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।