ডালিম ফলের কিছু ফটোগ্রাফি [১৭ মে ২০২৪]

in Beauty of Creativity2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আসলে তোমাদের সামনে একটি ফটোগ্রাফি মূলক ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কাজের চাপে কোন ব্লগ শেয়ার করার সুযোগ পাচ্ছিলাম না। অবশেষে সময় বের করে নতুন করে ব্লগ শেয়ার করা শুরু করলাম। যাইহোক, আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ডালিম ফলের ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি মূলত আমি আমাদের কাকুর বাড়ির সামনে থেকেই তুলেছিলাম। আমাদের কাকুর বাড়ির সামনে বেশ কয়েকটি ডালিম ফলের গাছ রয়েছে। প্রত্যেক বছর এখান থেকে আমরা ডালিম খাওয়ার সুযোগ পাই। বেশ কিছুদিন আগে কাকুদের বাড়িতে গিয়ে দেখি, ছোট বড় বিভিন্ন সাইজের ডালিম হয়েছে তাদের বাড়ির সামনের গাছে। যদিও সবগুলো ডালিম খাওয়ার মত হয়েছিল না। ডালিমগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল, সেই জন্য সেখান থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম। এই ডালিমের কিন্তু অনেক পুষ্টি গুনাগুন রয়েছে। ডাক্তাররা নিয়মিত এই ডালিম খাওয়ার পরামর্শ দেয়। আর সত্যি কথা বলতে এই ডালিম খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আমরা তো অধিকাংশ সময় ডালিম বাজার থেকে কিনে খাই। তবে কাকুদের গাছে যেহেতু এবার বেশি ডালিম হয়েছে তাই এখান থেকে নিয়েও টুকটাক খাওয়া যাবে। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেয়া যাক।

InShot_20240517_180107328.jpg

InShot_20240517_180235434.jpg

InShot_20240517_180445080.jpg

InShot_20240517_180343180.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা ডালিম ফলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

সব সময় অনেক দারুন দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন আপনি। আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।