গাছের পাতা।
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে? আশা রাখি বসন্তের সময় সবাই ভাল আছেন এবং বসন্তের ছোয়ায় সবার জীবন হক রঙিন এটাই আমার কামনা।
পৃথিবীতে প্রতিটি জিনিসের শুরুও আছে শেষও আছে। এই জীবনের তিনটি স্তর আছে,যথা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তিনটি স্তরে ভিন্ন ভিন্ন ভাবে অতিবাহিত করতে হয়।তাই আমি আজকে আপনাদের মাঝে একটি "গাছের পাতা" নিয়ে কিছু কথা বলব যেটার সাথে সবকিছু রিলেশন আছে।
আমরা গাছের পাতাকে খুব সহজলভ্য মনে করি এবং আমরা যখন যেভাবে ইচ্ছা সেটিকে ব্যবহার করি।গাছের পাতার টিক যখন জন্ম হয় তখন সে পাতাটিকে কত সুন্দর ডিজাইন নির্ভর মনে হয় এবং দেখতে কতই না ভালো লাগে।
এটি তার প্রথম স্তর এই সময় এটিকে দেখতে ধরতে এবং এটিকে নিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে আমাদের মন চায়।পাতার ক্রমবিন্যাস থেকে বিভিন্ন থিম অর্জন করে বিভিন্ন রকম ডিজাইন ডিজাইনারা তৈরি করে। যে ডিজাইন গুলো আমাদের মাঝে প্রচলিত থাকে এবং অনেকে সেটা পরিধান করে বিভিন্ন জায়গায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করি।
এই পাতাগুলো যখন দ্বিতীয় স্তরে পদার্পণ করে। তখন এর মসৃণতা এবং সৌন্দর্য অনেকটাই বিনষ্ট হয়ে যায় এবং তখন এই পাতাগুলোকে দেখতে অন্য রকম লাগে যার থিম নিয়ে বিভিন্ন ডিজাইন উদ্ভাবন করেন আমাদের ডিজাইনাররা।এই ডিজাইনগুলো আমাদের মধ্যে প্রচলিত থাকে তবে সেগুলো একটু ভিন্নমাত্রায় যোগ হয় এবং সেটি আমাদের সমাজের কিছু লোকজন পরিধান করে বিভিন্ন জায়গায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করে।
এই পাতাগুলোর স্তর যখন তৃতীয় স্তরে চলে যায় অর্থাৎ শেষ পর্যায়ে চলে যায়। তখন এর সৌন্দর্য, লাবণ্যতা, মসৃণতা সবকিছু হারিয়ে ফেলে এবং দেখতেও সুন্দর লাগে না। তখন আমরা এই পাতাগুলোকে ডাস্টবিনে বা পুড়িয়ে ফেলি।ঠিক সেই সময়ে আমাদের দক্ষ ডিজাইনাররা এখান থেকে কিছু থিম অর্জন করে অনেক উন্নত মানের কিছু ডিজাইন তৈরি করছে।যে ডিজাইনগুলো আমাদের উচ্চ পর্যায়ের লোকজনদের শরীরে শোভা পায় এবং তারা বিভিন্ন জায়গায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং একজন বিজ্ঞ ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেন।
তাই আমরা কোন জিনিসকে তুচ্ছ বা ছোট মনে করবো না।কারণ এই ছোট্ট জিনিসকে বেস করে অনেক বড় আইডিয়ার সৃষ্টি হয় এবং সেই আইডিয়া দিয়ে অনেক লোক উপকৃত হয় ও অনেকেই নিজেকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে পছন্দ করি।অবহেলিত লোকজনের মুখে হাসি দেখলে ভালো লাগে। তাই অবহেলিত মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি।আজকে আমি আপনাদের মাঝে "গাছের পাতা" নিয়ে একটি গল্প বলার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তবে আশা করি আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সহযোগিতা করবেন।







Thank you so much for sharing your photography with us here.
I like to see it.
Many many thanks for your nice comment.
Nicely captured, what a bright green color
Thanks for your nince comment.
পাতার জীবন নিয়ে খুবই সুন্দর লিখে উদাহরণ দিয়ে দিলেন আপু। ধন্যবাদ
চেষ্টা করেছি ভাই। অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর লিখেছেন আপু। আসলেই আমরা কেউ এমন করে ভাবি না। ধন্যবাদ আপু
অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করে সহযোগিতা করার জন্য।