সাদা মাইক ফুলের কিছু ফোটোগ্রাফি

in Beauty of Creativity2 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি। আপনাদের সামনে বন্য মাইক ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। এই ফুলের আকৃতি মাইকের মতো হওয়ার কারণে এই ফুলের নাম মাইক ফুল নামে অধিক জনপ্রিয়।

1000009976.jpg

1000009975.jpg

1000009976.jpg

1000009977.jpg

1000009977.jpg

এই মাইক ফুলগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে সাদা রঙের মাইক ফুলগুলি আমাদের দেশে বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের এলাকাতেও সাদা রঙের মাইক ফুল বেশি দেখতে পাওয়া যায়।এই মাইক ফুলের গাছে কাটাযুক্ত ফল হয়ে থাকে। গোলাকার আকৃতির কাটাযুক্ত ফল হয়ে থাকে। বেশ কিছু সপ্তাহ আগে আমি এই মাইক ফুল আমার ফোন ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি করেছিলাম। এখন আমি শেয়ার করছি আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

1000009983.jpg

1000009982.jpg

1000009981.jpg

1000009980.jpg

1000009979.jpg

ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy