বর্ধমানে শেষ বারের মতো মাছ ধরার দৃশ্য
হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে মাছ ধরার সুন্দর দৃশ্য শেয়ার করবো। বর্ধমানে আমাদের বাড়ির সামনের ক্যানেল এবং আমাদের পুকুরে মাছ ধরার কিছু দৃশ্য শেয়ার করছি।
আজ বর্ধমানে শেষ বারের মতো আমার বাবা তার হাতে বোনা খেওলা জাল দিয়ে মাছ ধরছিলো। আমি সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলাম। আশা করি সবাই অনেক উপভোগ করবেন। যেহুতু আমরা বর্ধমান থেকে বারাসাতে শহরে পরিবার সহ সবাই চলে যাওয়ার কারণে আজ শেষ বারের মতো মাছ ধরা হলো। আশা করি সবাই মাছ ধরার দৃশ্য উপভোগ করেন। আমরা প্রচুর পুটি মাছ পেয়েছিলাম। আমিও মাছ ধরার দৃশ্য অনেক উপভোগ করেছিলাম।
ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy






