একটা অচেনা বন্য ফুলের ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে একটা অচেনা বন্য ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
আজ আমি আপনাদের সামনে সুন্দর দেখতে একটা বন্য ফুলের ছবি শেয়ার করছি। এই ফুলগুলি দেখতে বেশ চমৎকার। ফলগুলিও ছোট ছোট হয়ে থাকে। সত্যি বলতে আমি এই ফুলগুলি চিনি না এমনকি ফুলের নামও জানি না। হয়তো আজকের বন্য ফুলের ফোটোগ্রাফি দেখে আপনারা অনেকেই এই ফুল চিনতে পারেন। গতমাসে আমি একটা ঝোপঝাড় থেকে ছবিগুলি ফোন ক্যামেরা তুলেছিলাম। যদি আপনারা ফুলগুলি চেনেন অবশ্যই জানাবেন এবং অনেক উপভোগ করবেন।
ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy








