পড়ন্ত বিকালে এক রাখালের উপর অপরূপ দৃশ্য
হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই কেমন আছেন, আজ আমি আপনাদের সামনে পড়ন্ত বিকাল বেলার চমৎকার গ্রাম্য দৃশ্য তুলে ধরছি। আশা করি এই দৃশ্যগুলি সবাই অনেক উপভোগ করবেন।
গ্রাম্য পরিবেশে গ্রাম্য দৃশ্য উপভোগ করে সেই ছবি ক্যামেরা বন্দি করে বেশ ভালোই লাগে। গ্রামের রাখালরা বিকাল বেলা গরু নিয়ে বাড়ি যাই। আজ পড়ন্ত বিকাল বেলা এক রাখাল তার গরু নিয়ে যখন যাচ্ছিল তখন আমি ক্যামেরা বন্দি করেছিলাম। এখন সেই গ্রামের চমৎকার দৃশ্য শেয়ার করছি।
ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy




