কিছু সুস্বাদু বাঙালি খাবারের ফোটোগ্রাফি

in Beauty of Creativity3 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ভারতীয় বাঙালি সুস্বাদু বেশ কয়েকটা রেসিপিটি। আশা করি আপনারা সবাই অনেক উপভোগ করবেন। আমিও অনেক উপভোগ করেছিলাম।

লোটে মাছের ঝাল

IMG_20251004_174841.jpg

লোটে মাছের ঝাল একটা জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সুস্বাদু বাঙালি খাবার। আপনারা এই রেসিপিটি থেকে অনেক ইউনিক টেস্ট পাবেন। অনেক পুষ্টিকর সামুদ্রিক মাছের রেসিপি। আমিও অনেক টেস্ট পেয়েছিলাম। আপনারাও টেস্ট করে দেখবেন।

কঁচু শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে

IMG_20251004_174853.jpg

কঁচু শাক ঘন্ট একটা জনপ্রিয় টেস্টি বাঙালি ভারতীয় খাবার। এই ডিশটি খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। কঁচু শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা হয়েছে এই রেসিপিটির টেস্ট বৃদ্ধি করার জন্য। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

পুঁই শাকের ঘন্ট

IMG_20251004_174826.jpg

পুঁই শাকের ঘন্ট একটা টেস্টি ডিস। এটা একটা নিরামিষ খাবার। আশা করি সবাই ইউনিক স্বাদ পাবেন। আমিও ইউনিক টেস্ট পাই। সবাই খেয়ে দেখবেন।

ঝিঙে দিয়ে মৃগেল মাছের তরকারি

IMG_20251004_174813.jpg

ঝিঙে দিয়ে মৃগেল মাছের তরকারি একটা সুস্বাদু এবং টেস্টি খাবার। আমি আশা করি এই তরকারি সবাই অনেক উপভোগ করবেন। আমিও অনেক টেস্ট পেয়েছিলাম। সত্যি একটা লোভনীয় ও সুস্বাদু খাবার।

পিয়াজি

IMG_20251004_181155.jpg

পিয়াজি একটা জনপ্রিয় খাবার। আমার খুবই প্রিয় একটা খাবার। আশা করি সবাই খেয়ে অনেক মজা পাবেন। আপনারা সবাই উপভোগ করেন এই সুস্বাদু মচমুচে পিয়াজি খাবার।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 3 months ago (edited)

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 3 months ago 

The dishes you serve are constantly on the menu of Bengalis.Thank you for providing the wonderful photography of everyday Bengali food.

 3 months ago 

Many thanks friend.