গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট খেলার উপর ফোটোগ্রাফি

in Beauty of Creativity8 days ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজ আমি গ্রামের ক্রিকেট টুর্নামেন্ট এর উপর কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই এই গ্রামের ক্রিকেট খেলার সবাই উপভোগ করবেন।

1000010946.jpg

1000010945.jpg

1000010945.jpg

1000010947.jpg

1000010948.jpg

1000010949.jpg

1000010950.jpg

দুই দিন আগে আমি বাড়ি থেকে যখন পালসিট যাচ্ছিলাম হঠাৎ দেখি আমাদের গ্রামের মাঠে বেশ কিছু দিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমি কিছু সময় দাঁড়িয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করেছিলাম। আমি এই দৃশ্য আমার ফোনে ক্যামেরা বন্দি করেছিলাম। আশা করি সবাই ফোটোগ্রাফি গুলি অনেক উপভোগ করবেন। মাঠে প্রায় চারপাশে সবুজ ফসলের মাঠে দেখতে বেশ অপূর্ব লাগছিলো।

ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy