আলুর ফুলের উপর কিছু ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আলুর ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আলুর ফুলের ফোটোগ্রাফি সবাই অনেক উপভোগ করবেন।
আলু গাছে এই আলুর ফুল দেখা যায়। কিন্তু সব আলুর গাছে এই ফুল দেখা যায় না। এই আলুর ফুলগুলো দেখতে সাদা ধরণের হয়ে থাকে। আমিও খুবই উপভোগ করেছিলাম আলুর ফুল গুলো দেখে। গতকাল আমি আলুর ক্ষেতে ঘুরতে যেয়ে আলুর ফুল চোখে পড়ে। তারপর আমার ফোন ক্যামেরা দিয়ে আমি কিছু ম্যাক্রো শট নিয়েছিলাম।আমি সেই ফুলগুলি শেয়ার করছি।
ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy





