হরিনাম কীর্তনের মধ্যে - সন্দীপনি মুনির আশ্রমে বৈষ্ণব সেবা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভালো সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গতকালের হরিনাম কীর্তনের কিছু মুহূর্ত শেয়ার করবো। আশা করি সবাই উপভোগ করবেন। হরি নাম চলাকালীন পালা গান হয়েছিলো। আমি সেই গান উপভোগ করেছিলাম। এখন আপনাদের মাঝে শেয়ার করছি।
গতকালের উপভোগ করা হরিনাম কীর্তনে যে পালা গান টি শুনেছিলাম তার নাম হলো - সন্দীপন মুনির বৈষ্ণব সেবা।
যখন স্বর্গে নারদ বিষ্ণুকে জিজ্ঞাসা করছিলেন হরিনামের মহত্ব কি। তখন বিষ্ণু নারদকে শিবের কাছে পাঠায়। শিব বলে তোমাকে মর্তে যেতে হবে। নারদ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেয়ে বলেন হরিণামের মহত্ব কি। তখন শ্রীকৃষ্ণ তাকে একটা তেলযুক্ত প্রদীপ দিয়ে বলেন। তুমি জেনো এক ফোটা তেল মাটিতে না পড়ে। তারপর সে দীর্ঘ পরিক্রমা করে এসে বলেন আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। শ্রীকৃষ্ণ তখন বলেন তোমার চেয়ে বড় ভক্ত আমার রয়েছে। নারদ বলেন কে - তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ কে বলেন সন্দীপনি মুনির আশ্রমে যাও বৈষ্ণব সেবা কাকে বলে দেখে এসো। সন্দীপনি মুনি ভিক্ষা করে যা কিছু পেয়েছিলেন তাই দিয়ে তার আশ্রমে প্রচুর ভক্তকে বৈষ্ণব সেবা দেন। তারপর ভগবান শিব, নারদ, বিষ্ণু ব্রাহ্মণ বেশ ধারণ করে সন্দীপনি মুনির আশ্রমে বৈষ্ণব সেবা নিতে যান। সন্দীপনি মুনির মেয়ের ইচ্ছায় তার এক মাত্র মেয়ে মধুমঙ্গলা ভিক্ষা করতে যেয়ে কোনো ভিক্ষা না পেয়ে যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ভিক্ষা করতে গেলে প্রচুর মানুষ দুই হাত ভরে তাকে ভিক্ষা দেয়।
কিন্তু দুঃখের বিষয় যে যমুনা নদী পার হওয়ার সময় পা পিছলে তার ভিক্ষার ঝুলি নদীতে ভেসে যায়। তখন সে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে সবকিছু বলে। বাবা ও বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তারপর যখন শিব ছদ্দবেশে মুদি দোকান দেন। মধুমঙ্গলা সেই দোকান থেকে কিছু জিনিস চুরি করে এনে বাবার কাছে দেয়। বাবা চুরির ঘটনা জানতে পেরে নিজের হাতে হাজু দিয়ে নিজের মেয়ের গলা কেটে যমুনা নদীতে ভাসিয়া দেয়। তার পর ভগবান শিব সন্দীপনি মুনির মেয়ের দেহ যমুনা নদীতে ভাসিয়া দেয়। এর পর শিব, শ্রীকৃষ্ণ, নারদ যখন বৈষ্ণব সেবা সন্দীপনি মুনির মেয়ের কাছে চাইলে সে ও তার ও সহধর্মিনী কাঁদতে থাকে। তারপর ভগবান বিষ্ণু সন্দীপনি মুনির মেয়েকে ডাকতে বলেন। মুনি যখন তার মেয়েকে ডাকেন তখন সে চলে আসে। এরপর ভগবান তাঁদের আসল রূপ সন্দীপনি মুনি, তার মেয়ে ও সহধর্মিনীকে দেখান। ভগবান বিষ্ণু তাঁদের বলেন আমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এগুলি তোমাদের পরীক্ষা ছিলো। ভগবান বলেন যুগের পর যুগ সন্দীপনি মুনির বৈষ্ণব সেবা এই লীলা অমর হয়ে থাকবে। এই মহত্ব সবাই তুলে ধরবে। আশা করি সবাই এই কাহিনী অনেক উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy







https://x.com/simaroy100/status/1913490873276326325