গ্রাম বাংলার মহিলাদের মাছ ধরার অপরূপ দৃশ্য

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী মহিলাদের মাছ ধরার অপরূপ দৃশ্য শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

IMG_20251013_060928.jpg

IMG_20251013_061241.jpg

IMG_20251013_060731.jpg

IMG_20251013_060529.jpg

IMG_20251013_061549.jpg

IMG_20251018_131421.jpg

গ্রাম বাংলার মানুষের জীবিকার একটা উৎস হলো মাছ ধরা। পুরুষদের পাশাপাশি মহিলারা খাল বিল, ক্যানাল থেকে মাছ ধরে। আমাদের বাড়ির সামনে একটা ক্যানেল রয়েছে। দূর দুরন্ত থেকে মাছ ধরতে আসে। বিশেষ করে প্রচুর মহিলা একসঙ্গে দল বেঁধে মাছ ধরতে আসে। এক সাথে দুই জন্ করে মহিলা মাছ ধরে দল বেঁধে। তাঁদের মাথায় মাছ রাখার পাত্র থাকে। আশা করি সবাই ফোটোগ্রাফি গুলি দেখে অনেক উপভোগ করবেন। সত্যি দৃশ্যগুলি দেখেও অনেক শান্তি লাগে। এখন আমি শেয়ার করি সেই ঐতিহ্য বাহী মাছ ধরার অপরূপ দৃশ্য।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy