মন খারাপ

in Black and white4 years ago

despaired-2261021_960_720.jpg

image source

মনটা আজ ভীষণ খারাপ তোমার কারণে।
মনটা আজ কাঁদছে খুব তোমার বিহনে।
মনে এই জ্বালা পারছিনা আমি নিভাতে।
মনের গহীনে জ্বলছে শুধু তোমারও কারণে।
ভালো লাগছে না কিছুই যে আর।
ভাবছি শুধু তোমার কথা।
তুমি যদি তা বুঝতে, করতে না আর অবহেলা।
ভালো নেয় আমি ভালো থাকো তুমি
এটাই যে আমার চাওয়া।
তোমাররোই কারণে হয়েছি যে আমি দিশাহারা।
আপন বলিতে নেই যে কিছু আর
এই ভুবনে আমার।
তবুও করে দিলে পর তুমি
আসলেই তুমি বড্ডো বেইমান।