MUSLIM SORIF. CHAPTER SALAT. HADIS NO-869
869 Abu Bakr bin Abu Shayba (ra) Sahl bin Sa`d (R) narrated that he said, because of the low tension of the people, they tied their hands like a boy and prayed for the prayer of the Prophet (peace be upon him). Saw it Then a person said, O women society! Until men lift their heads, you will not lift the head from the prostration.
৮৬৯ আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) সাহল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি তহবন্দ খাটো হবার দরুন মানুষকে বালকের ন্যায় তাদের তহবন্দ গলায় বেঁধে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি। তখন জনৈক ব্যাক্তি বলল, হে নারী সমাজ! পুরুষরা তাদের শির উত্তোলন না করা পর্যন্ত তোমরাও সিজদা হতে শির উত্তোলন করবে না।