How are You..!steemCreated with Sketch.

in #bn-bd8 years ago

imageকেমন আছ?
জানি ভালই আছো,,,
জানো,,,
আমিও ভালোই আছি।
মনে আছে সেই দিনগুলি,,?
যখন রাত জেগে কথা বলতাম,,
CHATING করতাম,,,
আমার ঘুম পেলে তোমার
অভিমান হতো।
মনে আছে,,,?
আমাদের প্রথম পরিচয়ের কথা,,,?
প্রথম দেখা,,,,?
ধীরে ধীরে তোমার প্রতি,,
দূর্বল হয়ে যাই।
একটা সময় ছিল,,
যখন মনে হতো,,
তোমাকে ছাড়া বাঁচবো না।
আসলে ভুল বলতাম,,,,
দেখো ঠিকই বেঁচে আছি।
,,, জানো,,,,
সবাই ভাবে আমি তোমাকে
ভুলেই গিয়েছি,।
তুমিও তাই ভাবো,, তাই না?
,,, আচ্ছা,,,,
আমার কথা কি তোমার,,
একটুও মনে পড়ে না,,?
আমাকে কি একটুও,,
Miss করো না,,,,,?
জানো,, আমার যখন,,,
তোমার কথা মনে পড়ে,,
তখন আমি আমাদের,,
পুরুনো Text গুলো পড়ি,,।
আর, ভাবি,,,
কত পাগল ছিলাম আমরা,,
কত পাগলামি ই না,,
করতাম আমরা,,
একটু কিছু হলেই,
অভিমান করতে,,
আর রাগ দেখাতাম আমি,,,।
অন্য সবার মত আমাদের ও,,
মাঝে মাঝে ঝগড়া হতো।
কিন্তু সেটা বেশিক্ষন
টিকতো না,,
আচ্ছা,, তোমার মনে পড়ে,?
আমাদের এক সাথে কাটানো
সময় গুলোর কথা,,??
কত সুখেই না ছিলাম আমরা,,,
দুঃক্ষিত,,,,
আমরা না,,,,,শুধু আমি,,,,।
তুমি কিভাবে সুখি থাকবে-
-আমার সাথে,
তুমি তো কখনো আমাকে
ভালোইবাসনি।
তুমি আমাকে প্রতিশ্রুতি-
দিয়েছিলে,
কখনো একা ফেলে চলে যাবে না।
মানুষ বলে না?
Love is Blind...
ঠিকই বলে সবাই,,,আমিও না
তোমায় ভালোবেসে,,
অন্ধ হয়ে গিয়েছিলাম।
তাই আমি তোমার ভালোবাসার
অভিনয়টা ধরতে পারি নি।
থাক এসব কথা,,
তুমি তোমার করা সব,,,,, Promise,,,,
গুলো ভুলে গিয়েছো তাই না???
আমি তোমাকে প্রতিদিন ফোন দিয়ে,
ঘুম ভাংগাতাম,,, বই পড়তে বলতাম।
তুমি কি Disturbed হতে,,??
তুমি তো এখন Busy
অন্য কাউকে নিয়ে,,,
তোমার ঘুম ভাংগে হয়তো -
অন্য কারো ডাকে।
আচ্ছা বলতো,
এত কিছুর পড়েও কেন তোমাকে
ভুলতে পারি না,,?
তুমি আর ফিরবে না,,জানার
পরেও কেন এই অপেক্ষা,,,?
আচ্ছা ও কি তোমাকে আমার
চেয়েও অনেক বেশি ভালোবাসে??
জানি, আমার এ সব কথা অর্থহীন,
তুমি কখনোই আমার ছিলে না,,,,
আর হবেও না,,,।
তবুও ভালোবাসি ---- কারন,,,
আসলে কারনটা আমার জানা নেই,,,।
জানো,,, তোমাকে ফিরে পাওয়ার
জন্য কখনো প্রার্থনা করি না।
শুধু চাই যে,,, তুমি ভাল থাকো।
আমার সাথে নাই বা হোক,,,
অন্য কারো সাথে হলেও হবে।
সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি,,,,
তুমি- আমার সাথে যা করেছো,,
তা যেন তোমার সাথে কেউ না করে।
কারন চাই না তুমি কষ্ট পাও,,
না পাওয়ার কষ্টটা অনুভব করো।।
চাই না তুমি কারো
জন্য নিরবে কাঁদো।
শুধু চাই তুমি ভালো থাকো,
খুশি থাকো,ভালো থাকুক
আমার ভালোবাসা।
আমার আকাশটা আজ
এত বিশন্য কেন?
আমাদের গল্পটা অসমাপ্তই রয়ে গেলো।
কিন্তু কেন???
আজও তার হিসেব মিলাতে
পারলাম না।
তোমাকে আর কাছে পাবো না,,
এ কথা ভাবলেই,,,,,,
বাচ্চাদের মত কেঁদে উঠি।
এখনো এই জিনিস গুলো
মেনে নিতে পারি না,,,।
আমি এ রকম দিন কখনো
প্রত্যাশা করিনি।
তোমাকে নিয়েই সারাজীবন,,,,
কাটিয়ে দিতে চেয়েছিলাম।
জানো, আমি তোমার ওই
বাচ্চামিগুলো ভিশন Miss করি।
আমার,,,,,, তোমার Text এর,,,
Reply দিতে Late হলেই তোমার-
ভীশন অভিমান হতো।
আমি কথা বলবো বলে তুমি
আমার জন্য অপেক্ষা করতে।
হয়তো এখনো অপেক্ষা করো,,,,
কিন্তু সেটা আমার জন্য নয়-
অন্য কারো জন্য।
ব্যস্ততা শেষে তোমাকে একটু
Call দিতে দেরি হলেই তুমি
অভিমান করতে।
আমাকে নিয়ে তুমি অনেক
Confused ছিলে।
তুমি আমাকে বলেছিলে,,,,,,
I am yours,,,,,,
I promise you,,,,
I love you more
and more everyday..
I am your present,,,,,
I will be your future....
You are my first
and
You will be my last...bold****bold