জেনারেল রাইটিং - সম্পর্ক
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সম্পর্ক।

মানুষ ও সামাজিক জীব। সৃষ্টির শুরু থেকেই মানুষের সাথে মানুষের সম্পর্ক বিদ্যমান ছিল। আদম ও হাওয়াকে যখন সৃষ্টি করা হয়, তখন থেকেই মানুষের সাথে মানুষের সম্পর্কের শুরু হয়। এই সম্পর্কটাও অনেক বৈচিত্রময়। কারো সাথে কারো রক্তের সম্পর্ক। কারো সাথে কারো আত্মীয়তার সম্পর্ক। কারো সাথে কারো বন্ধুত্বের সম্পর্ক। কারো সাথে কারো সম মন-মানসিকতার সম্পর্ক। কারো সাথে কারো কাজের সম্পর্ক। কারো সাথে কারো শত্রুতার সম্পর্ক। অর্থাৎ একের সাথে আরেকজনের সম্পর্ক রয়েছে।
আমরা নতুন নতুন সম্পর্ক গড়ার কথা যেমন শুনি, একইভাবে সম্পর্ক ভাঙার কথাও শুনি। এই ভাঙ্গা গড়া সবকিছুতেই রয়েছে। কারো সাথে কারো সম্পর্ক যেমন হুট করেই শুরু হয় না, তেমনি কারো সাথে কারো সম্পর্ক হুট করে ভেঙেও যায় না। সম্পর্ক তৈরি কিংবা ভাঙ্গার জন্য থাকে অনেক কারণ।
বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় একজনের সাথে আরেকজনের যে কমিটমেন্ট থাকা উচিত, যেই বিশ্বাস থাকা উচিত, যে কারণে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, তা না হয়ে বিশ্বাসঘাতকতা হয়, কমিটমেন্ট ঠিক রাখা না হয়, তখন ওই সম্পর্ক নষ্ট হয়। দুই পক্ষের শত্রুর মধ্যেও এক রকমের বিশ্বাস থেকে সম্পর্ক হয়, শান্তি চুক্তি হয়। কখনো কখনো কারও হটকারিতায় সেই সম্পর্ক নষ্ট হয়।
আমরা অনেক সময় সম্পর্ক, বন্ধনের প্রতি শ্রদ্ধাশীল হইনা। আমরা সম্পর্ক ধরে রাখার, টিকিয়ে রাখার চেষ্টা করিনা। এতে করে আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলি। সামান্য স্বার্থের জন্য আমরা যে কোন রকমের সম্পর্ককে বলি দিয়ে দেই। ক্ষুদ্র কিছু পাওয়ার আশায় আমরা সম্পর্কের কথা বেমালুম ভুলে যাই।
অথচ আমাদের মহান রাসুল (সাঃ)ও সম্পর্ক বিনষ্টকারীকে সচেতন করেছেন বহুবার। আমরা দুনিয়ার লোভে সে কথাও, সে সতর্কবার্তাও ভুলে যাই। মহান আল্লাহর কাছেও সবচেয়ে ঘৃণিত হালালের একটি হচ্ছে সম্পর্ক নষ্ট করা, অর্থাৎ, তালাক।
আমাদের অবশ্যই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। একটি সম্পর্ক খুব সহজে গড়ে উঠেনা। আবার কিছু সম্পর্ক সরাসরি আল্লাহর দান। আমাদের কখনই এসব ভুলে যাওয়া উচিৎ নয়।