জেনারেল রাইটিং - সন্তান।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে সন্তান।

আমি ব্যক্তিগতভাবে মনে করি বিবাহিত মানুষের জীবনে আল্লাহর কাছ থেকে আশা শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)ও আমাদেরকে সন্তান নিতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন সন্তান আমাদের জীবনে বরকত এবং রহমত নিয়ে আসে।
সন্তান এমন এক আরাধ্য একটি বিষয় যেকোনো ধর্মের, যেকোনো বর্ণের, যেকোনো জাতের, যেকোনো গোষ্ঠীর, যে কোন দেশের মানুষের কাছে পরম আরাধ্যের, পরম প্রেরণার, পরম আনন্দের একটি বিষয়। স্বীয় সন্তানকে ভালোবাসে না, এমন মানুষ জগতে নেই। মানুষ তো আছেই, এমন প্রাণীও পৃথিবীতে নেই। প্রায় সকল প্রাণীর তার নিজ নিজ সন্তানকে ভালোবাসে। সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে এতোটুকু দ্বিধা বোধ করে না।
আল্লাহর অশেষ রহমতে গত বছরের মাঝামাঝি সময়ে আমি একটি ছেলে সন্তানের পিতা হয়েছি। একজন পিতা হওয়ার কি অনুভূতি তা যিনি না হয়েছেন তিনি তা কখনো উপলব্ধি করতে পারবে না। কিছু বিষয় থাকে, কিছু অনুভূতি থাকে, কিছু উপলব্ধি থাকে, যা ওই পর্যায়ে না গেলে কখনো অনুভব, উপলব্ধি, টের পাওয়া যায় না। এটিও ঠিক তেমনি একটি বিষয়।
আল্লাহর মেহেরবানীতে আমার ছেলেটি এখন বড় হয়েছে। সে এখন হাঁটতে পারে। সে এখন মোবাইল দেখতে পারে। সে আমাকে তাড়া দিতে পারে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। সে তার নিজের ভাষায় কথা বলতে পারে। তার খাবারের প্রয়োজন হলে নিজের অনুভূতির কথা বুঝাতে পারে। তার প্রতিটি প্রয়োজন, প্রতিটি ইচ্ছা, প্রতিটি দাবি, প্রতিটি চাহিদা, মন চায় সাথে সাথেই পূরণ করে ফেলি। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসাটা ঠিক এমনই হয়। একদম নিখুঁত, একদম খাঁটি। এই ভালোবাসায় নেই এটুকুও খাঁদ।
অনেক আগে একজন আমাকে বলেছিলেন,
তোমার সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত জীবনটা তোমার। কিন্তু যখনই তোমার সন্তান জন্ম নেবে তারপর থেকে তোমার জীবনটা হয়ে যাবে তার।
উনি ঠিক কথাই বলেছেন। এখন আমারও সেটাই মনে হচ্ছে যেটা তিনি বোঝাতে চেয়েছেন। আমি এক মুহূর্তের জন্য এখন আর নিজের জন্য ভাবি না। আমি শুধু ভাবে আমার সন্তানের ভবিষ্যৎটাকে আমি আলোকিত করতে পারব, সুন্দর করতে পারব, উজ্জ্বল করতে পারব। সম্ভবত এমনটাই আমার বাবা-মাও আমার জন্য ভাবেন। জেমস এর গাওয়া সেই গানটির কথা মনে পড়ে গেল যেখানে তিনি গেয়েছিলেন,
এতো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক উর্ধ্বে।
ভালো থাকুক সকল বাবা-মা। ভালো থাকুক সকল সন্তান।
