মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫৯
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সকালের কুয়াশাচ্ছন্ন মুহূর্তের ফটোগ্রাফি
এ সপ্তাহে 1 জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে 1 জন পার্টিসিপেট করেছে । 1 জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @kazi-raihan
ক্যাপশন: সকালের কুয়াশাচ্ছন্ন মুহূর্তের ফটোগ্রাফি।
ডিভাইস- Samsung Galaxy A52
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited
বর্ননা: ফটোগ্রাফি পর্বের প্রতিযোগিতার টপিক দেখে ইচ্ছে ছিল অংশগ্রহণ করব। এখন যেহেতু পুরোপুরি শীত শুরু হয়ে গিয়েছে তাই সকাল বেলা বাইরে বেশ কুয়াশা থাকে আর আজকে সকাল বেলা সেই কুয়াশা ঘেরা একটা সৌন্দর্য ক্যাপচার করেছিলাম যেটা এখন শেয়ার করেছি।
উক্ত 1 টি এন্ট্রি থেকে 1 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @kazi-raihan - 3 STEEM -
- 2nd Prize - @X -2 STEEM -
- 3rd Prize - @X - 2 STEEM -
- 4th Prize - @X - 2 STEEM -
- 5th Prize - @X - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





প্রথমেই বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি। ইচ্ছে ছিলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। কিন্তু এখনো শীত পড়েনি বলে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।