বাংলাদেশের আসল সমস্যা দুর্নীতি, বৈষম্য আর জবাবদিহিতার অভাব। ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন
বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর পার হয়ে গেছে। এত বছর পরেও আমাদের দেশের অনেক অগ্রগতি, উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আমাারা এখনো অর্থনৈতিকভাবে পুরোপুরি দাঁড়িয়ে উঠতে পারিনি। এর সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি, অন্যায়, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার।
বাংলাদেশে প্রচুর টাকা দেশের বাইরে থেকে আসে। প্রবাসী ভাইরা প্রতির মাসে কোটি কোটি টাকা পাঠাচ্ছে। আমাদের দেশের পোশাক শিল্প, কৃষি সব মিলিয়ে দেশের অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার কথা নয়। কিন্তু তারপরও সাধারণ মানুষের জীবন সহজ হচ্ছে না। কারণ মাঝপথে অনেক টাকা হারিয়ে যায়, বিলিন হয়ে যায়, ভাগ ভাটোরা হয়ে যায়। যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে, তারা নিজেদের সুবিধা বেশি দেখে। দেশের উন্নয়ন, সাধারণ মানুষের কষ্ট এসব কথা কেউ খুব বেশি ভাবতে চায় না। ক্ষমতায় যাওয়ার পরো জনগেনর পিছনে লাথি মারে।
আজকাল একটা কথা খুব শোনা যায় বাংলাদেশে ধনী মানুষ অনেক বাড়ছে। বিভিন্ন নিউজ এর মাধ্যমে আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক নতুন মিলিয়নেয়ারও তৈরি হয়েছে। কিন্তু একই সাথে গরিব মানুষের সংখ্যাও বাড়ছে। দেশে এমন অবস্থা তৈরি হয়েছে যে একদল মানুষ অতি ধনী, আর বিপুল সংখ্যক মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খায়।
যারা টপ লেভেলে আছে, তারা আরও ধনী হচ্ছে। আর যারা নিচে আছে, তারা আরও কষ্টে দিন কাটাচ্ছে বৈষম্য এত বেশি যে মনে হয় এক দেশে দুই দেশ, দুই আইন। বাংলাদেশে দুর্নীতির পরিমাণ এত বেশি যে দেশের উন্নয়নের গতি থমকে যায়। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট, সন্ত্রাসী, খাদ্যে ভেজাল ইত্যাদি।
এসবের মাধ্যমে অনেক মানুষ রাতারাতি ধনী হচ্ছে। আর সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত টাকায় দিনযাপন করছে। ভেজাল খাদ্য উৎপাদনও এখন বড় সমস্যা। অল্প সময়ে বেশি লাভ করার জন্য খাবারে ভেজাল মেশানো হচ্ছে। এভাবে মানুষ অসুস্থ হচ্ছে, অথচ ভেজালকারী লোকজন ধনী হচ্ছে। রাতারাতি আঙ্গুল ফুলে কলবে হচ্ছে।
তারপরে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়। ব্যবসার নামে, ভুয়া ইনভেস্টমেন্টের নামে, কিংবা পরিবারের নামে টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা ইউরোপে চলে যায়। বিশেষ করে "কানাডার বেগমপাড়া" এটা তো সবাই জানেন। যে টাকায় আমাদের হাসপাতাল, রাস্তা, শিক্ষা উন্নত হওয়ার কথা, সেই টাকা অন্য দেশে বাড়ি কিনতে ব্যবহৃত হচ্ছে। এটাই দেশের জন্য সবচেয়ে ভয়ংকর বিষয়। একজনের না কি ৩৬০ টি বাড়ি। অথচ আমি ছোট ছোট তিনটি রুম তৈরী করে ঋণের জালে ফেঁসে গেছি।
বাংলাদেশের মানুষের আরো একটি সমস্যা হলো নিয়ম মানতে চায় না। যারা একটু ক্ষমতা পায়, তারা ভাবতে থাকে আইন তাদের জন্য নয়, আইনের জন্য তারা। রাস্তা থেকে শুরু করে অফিস সব জায়গায় একই অবস্থা। আমরা সত্যিকারের সমস্যাকে না দেখে, আবেগে ভেসে যাই। রাজনীতি, মতবাদ, দল এসব নিয়ে মানুষকে বিভক্ত করে রাখা হয়। ফলে সাধারণ মানুষের একতা তৈরি হয় না, আর দেশও এগোতে পারে না।
অনেকে বলে বাংলাদেশ ছোট দেশ, মানুষ বেশি তাই উন্নতি হয়নি। কিন্তু এটা ভুল। দুনিয়ায় বাংলাদেশের চেয়েও ছোট ছোট দেশ আছে, যারা আজ বিশ্বের সেরা অবস্থানে আছে। তারা পেরেছে কারণ সেখানে দুর্নীতি কম, আইন সবার জন্য সমান,নেতারা দেশকে আগে রাখে। বাংলাদেশও পারে, যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
তবুও আশা হারানোর কিছু নেই,যত সমস্যা থাকুক, বাংলাদেশের সম্ভাবনা অসীম। আমাদের আছে, কঠোর পরিশ্রমী মানুষ বিশাল যুবসমাজ,প্রবাসীর রেমিট্যান্স, রপ্তানির বাজার। যদি দুর্নীতির পরিমাণ কমানো যায়, টাকা পাচার বন্ধ হয়, সাধারণ মানুষের উপকারে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বাংলাদেশ ১০ বছরের মধ্যেই অনেক এগিয়ে যেতে পারে।
বাংলাদেশের আসল শক্তি হলো এই দেশের সাধারণ মানুষ। তারা চাইলেই দেশ পরিবর্তন হতে পারে। শুধু প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সঠিক নেতৃত্ব, আর মানুষের নিজের মানসিকতার পরিবর্তন। আমরা সবাই চাই বাংলাদেশের অবস্থা ভালো হোক। আশা করি খুব তারাতাড়ি এই দেশে সোনালী সূর্য উঠব, নতুন নেতৃত্ব আসবে, দুর্নীতি কমবে, বৈষম্য কমবে, আর দেশের সমস্ত মানুষ একসাথে উন্নয়নের পথে হাঁটবে। বাংলাদেশের মানুষ নতুন দিনের, নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হও।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















