"আমার বাংলা ব্লগ" এর প্রত্যহ কিউরেশন রিপোর্ট-২৭/০৮/২০২১ (Daily Curation Report - 27/08/2021)
""আমার বাংলা ব্লগ"" এর প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-27/08/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটির কিউরেশন রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
________
|| কমিউনিটি কিউরেটর কর্তৃক নির্বাচিত টপ পোষ্ট ||
|| কমিউনিটি কিউরেটর কর্তৃক কিউরেশন ||
|| কমিউনিটি মডারেটর কর্তৃক কিউরেশন ||
@winkles -Moderator
@shuvo35 -Moderator
@arif -Moderator
@hafizullah -Moderator
@rex-sumon -Moderator
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @rme
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |

এমন ভাবেই এগিয়ে যাক আমার বাংলা ব্লগের কার্যক্রম।
১০০%স্বচ্ছতা বিরাজমান। ধন্যবাদ দাদা।
কিউরেশনের এই গতিটা অব্যাহত থাকুক, কোয়ালিটি এবং দক্ষতার মূল্যায়ন হোক। ধন্যবাদ
"আমার বাংলা ব্লগ " এর প্রত্যাহ কিউরেশন রিপোর্ট টা বরাবরের মতো আজও অনেক সুন্দর ভকবে সাজানো হয়েছে, ধন্যবাদ দাদাকে। এতো সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্যে। এই রিপোর্ট এর পোষ্ট গুলো খুবই ভালো মানের এবং গুনের, তাই এই পোষ্ট থেকে আমি অনেক কিছু শিখেছি এবং জেনেছি।অসংখ্য ধন্যবাদ এমন রিপোর্ট তৈরি করার জন্যে
যাদের পোস্ট নির্বাচিত হয়েছে সবাইকে অভিনন্দন জানাই।
সবাইকে বলছি আসলে পোস্ট করলেই হবেনা পোস্টের গুনগত মান ঠিক রাখুন। একদিন আপনার পোস্টটি ও এখানে স্থান পাবে।
ইনশাআল্লাহ ভালো কিছু হবে ।
যারা এই রাউন্ডে ভোট পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আরো ভাল ভাল কন্টেন্ট উপহার দিতে থাকুন।
আলহামদুলিল্লাহ আমার পোস্টটি কিউরেশন করা হয়েছে। কমিউনিটির এই কিউরেশন রিপোর্ট অব্যাহত থাকলে সবার কাজের গতি থাকবে। সত্যি কথা বলতে পোস্ট কিউরেশন হলে অনুপ্রাণিত হই
প্রথমে ধন্যবাদ জানাই দাদাকে ,সুন্দর রিপোর্ট প্রকাশের জন্য।কারণ এই রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের পোষ্টের গুনগত মান সম্পর্কে ধারণা লাভ করতে পারি।ধন্যবাদ মডারেটর ভাইয়াদের এবং কমিউনিটির সকল সদস্যদের।
আমার বাংলা ব্লগ একটি স্বচ্ছ কমিউনিটি এরকম রির্পোট সেটারেই প্রমাণ করে। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্যকে
এভাবেই আমার বাংলা ব্লগ চিরদিন সামনে এগিয়ে চলুক আমাদের সাথে নিয়ে ।ধন্যবাদ দাদা।
এইভাবেই এগিয়ে যাবে আরো বহুদূর এই প্রত্যাশা রইলো।