(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে তৈরী লাজুক শিয়াল মামা।(১০% লাজুক শিয়াল মামার জন্য বরাদ্দ)।
১৩ রমাদান, ১৪৪৩ হিজরি
১৫ এপ্রিল,২০২২সাল
বাংলা ব্লগের সকলের প্রিয় লাজুক শিয়াল মামা
হ্যালো
প্রিয় লাজুক শিয়ালের চড়ান্ত দৃশ্য
![]() |
|---|
উপকরণঃ।
- রঙিন কাগজ
- কাচি
- গাম
- পিন
- স্টাবলার
ধাপ ১
প্রথমে আমি উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ২
এখানে একটি রঙিন কাগজ নিয়েছি এটাকে কেটে কেটে সাজিয়ে নেবো বলে।
![]() |
|---|
ধাপ ৩
রঙিন কাগজ টিকে ঢেউ ঢেউ করে দুমরিয়ে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ৪
ঢেউ ঢেউ করে দুমড়ানো কাগজ দুটি একত্রিত করে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ৫
*ঢেউ ঢেউ করা কাগজ দিয়ে সুন্দর করে একটি বৃত্তের মত গোল করে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ৬
রঙ্গীন একটি কাগজ আঁকা বাকা করে লেজের মত করে কেটে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ৭
সাদা কাগজ উচু নিচু করে কেটে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ৮
কেটে নেয়া সাদা কাগজ টিকে গাম দিয়ে রঙিন কাগজের উপরে বসে দিয়েছি।
![]() |
|---|
ধাপ ৯
লাজুক ছেলের মুখ বানানোর জন্য রঙিন কাগজে সুন্দর করে কেটে নিয়েছি।
![]() |
|---|
ধাপ১০
রঙিন কাগজ কেটে নেওয়ার পর কাগজের উপরে কালো একটি বৃত্তাকার বসিয়ে দিয়েছে গাম দিয়ে।
![]() |
|---|
ধাপ ১১
লাজুক শিয়ালের সিং বানানোর জন্য রঙ্গিন কাগজ কেটে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ১২
বানানোর কাপড়ের সাদা কাগজ গাম দিয়ে সুন্দর ভাবে সাদা কাগজ বসিয়ে দিয়েছি।
![]() |
|---|
ধাপ ১৩
বৃত্তাকার কাগজ এঁর সাথে শিং বানানোর জন্যে যেই কাগজটি প্রুস্তুত করে নিয়েছি তা গাম দিয়ে জোড়া দিয়েছি।
![]() |
|---|
ধাপ ১৪
লাজুক শিয়ালের সাথে তার মুখ জোড়া লাগিয়ে দিয়েছি গাম দিয়ে।
![]() |
|---|
ধাপ ১৫
লাজুক শিয়ালের মুখের উপরে ঠোঁট বসানোর জন্য কালো কাগজ বসিয়ে নিয়েছি।
![]() |
|---|
ধাপ ১৬
এবারে লেজ এবং বডি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।
![]() |
|---|
ধাপ ১৭
এটি হচ্ছে আমার চূড়ান্ত ধাপ এবং এই ধাপে আমি লাজুক শিয়াল মামার চোখ লাগিয়ে নিয়েছি। শিয়াল মামাকে আলোকিত করার জন্য।
![]() |
|---|
বন্ধুরা লাজুক শিয়াল মামার এই দৃশ্যটি কেমন হয়েছে। আশা করি সবারই এই চিত্র ভালো লাগবে। আমার এই চিত্র কেমন হয়েছে তা অবশ্যই আপনরা অনুগ্রহ পূর্বক আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাবেন। আজ আর নয় পরিশেষে সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ


















.png)
.gif)


অনেক সুন্দর ছিল আপনার সম্পন্ন করা ক্রাফটি। দারুন ক্রিয়েটিভ আইডিয়া খাটিয়ে ক্রাফটি সম্পন্ন করেছেন ভাই। লাজুক শিয়ালের মাথার অংশ দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
বেশ অবাক করা একটি ডাই প্রজেক্ট,,,, 😲😲
এই সুন্দর উদাহরণ আইডিয়াটি আমার মাথায় কখনোই আসতো না। আসলেই অসাধারণ হয়েছে এই ডাই প্রজেক্ট টি। ভালো লাগলো অনেক।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সামনের দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বেশ ভালো আইডিয়া তো। রঙিন কাগজ দিয়ে তৈরী লাজুক শিয়াল মামা বেশ সুন্দর হয়েছে।কত সহজ উপায়ে তৈরি করে ফেললেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।🌹🌹
আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নেবেন।
অসাধারণ ভাই, আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। চমৎকারভাবে রঙিন কাগজ ব্যবহার করে আপনি লাজুক শিয়াল মামা তৈরি করেছেন। সত্যিই আপনার এই প্রজেক্টটি আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ
খুবই সুন্দর দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে, খুব ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখে।
ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যর জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরী লাজুক শিয়াল অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে অনেক সুন্দর ভাবে এটি তৈরী করেছেন। আপনার হাতের কাজ আমার কাছে ভালো লেগেছে। আপনি আপনার দক্ষতা এখানে প্রদর্শন করেছেন। অনেক সুন্দর ভাবে লাজুক শিয়াল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য সেই সাথে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
রঙ্গিন কাগজ দিয়ে লাজুক শিয়াল মামা ছবিটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই লাজুক শিয়াল মামা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য সামনে আরও ভাল কিছু হবে ইনশাল্লাহ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা লাজুক শেয়াল তৈরি করেছেন,, লাজুক মামা কে সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটি দক্ষতা সম্পুর্ন কাজ করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা।
রঙিন কাগজ দিয়ে আপনার লাজুক শিয়াল মামা তৈরিটি খুবই চমৎকার হয়েছে। লাজুক শিয়াল মামাকে আমরা সবাই পছন্দ করি। আপনার তৈরীকৃত লাজুক শিয়াল মামাকে দেখতে অনেক কিউট লাগছে। তাছাড়া তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও! দুর্দান্ত একটা আইডিয়া তো আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। আপনাদের মাথায় কিভাবে এত আইডিয়া আসে বুঝিনা ভাই। যাইহোক খুবই মনমুগ্ধকর একটি ডাই রঙ্গিন কাগজ দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।