ডিজিটাল আর্ট পোস্ট- একটি কালারফুল থ্রি ডি ইলুয়েশনের ডিজিটাল আর্ট ||original ART by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো এবং সুস্থ আছেন। বেশ ভালোই আছি আমিও । আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আসলে সত্যি বলতে এখানে সবার পোস্ট গুলো দেখে আমি এতই মুগ্ধ হয়ে যাই যে আমারও প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করার ইচেছ জাগে। কিন্তু সবার মত করে আমি তো এত সময় করে উঠতে পারি না। তাই নতুন কিছু শেখার ইচেছ থাকলেও উপায় হয় না। তবে চেষ্টা আছে আগামী তে নতুন করে নিজেকে প্রকাশ করার। তবে আমি মাঝে মাঝে দু একটি ডিজিটাল আর্ট করার চেষ্টা করি। আজ আমি একটি কালারফুল থ্রি ডি ইলুয়েশনের ডিজিটাল আর্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে।

একটি কালারফুল থ্রি ডি ইলুয়েশনের ডিজিটাল আর্ট

Screenshot_13.png

একটি কালারফুল থ্রি ডি ইলুয়েশনের ডিজিটাল আর্ট
১ নম্বর ধাপ

Screenshot_1.png

প্রথমে একটি পেইজ নিয়ে তাকে ৯০১*৫৩১ মাপের সাইজ করে নিতে হবে।

২ নম্বর ধাপ

Screenshot_2.png

Screenshot_3.png

এবার সেই পেইজটির মধ্যে তিনটি দাগ টেনে তার মধ্যে রং করে নিয়ে সেগুলো কে রিসাইজ করে নিতে হবে।

৩ নম্বর ধাপ

Screenshot_4.png

এবার কালারফুল পেইজটিতে থ্রি-ডি ইলুয়েশন অঙ্কন করার জন্য একটি সেপ নিতে হবে।

৪ নম্বর ধাপ

Screenshot_5.png

Screenshot_6.png

এবার সেই সেপ এর ভিতরে অনেকগুলো দাগ টেনে তার মধ্যে চারদিকে ত্রিভুজ দিতে হবে।

৫ নম্বর ধাপ

Screenshot_7.png

এবার ত্রিভুজ গুলোর চারপাশ দিয়ে একটি করে বন্ধ করে দিতে হবে।

৬ নম্বর ধাপ

Screenshot_9.png

এবার ইলুয়েশনের সব দিকে দিয়ে বন্ধ করে দিয়ে কালার করে দিতে হবে।

৭ নম্বর ধাপ

Screenshot_10.png

এবার ইলুয়েশনের মাঝখানে কালার করে দিতে হবে।

৮ নম্বর ধাপ

Screenshot_11.png

এবার সম্পূর্ণ ইলুয়েশনটি কালার করে দিতে হবে।

৯ নম্বর ধাপ

Screenshot_12.png

এবার পেইজের চারদিকে কিছু স্টার বসিয়ে দিতে হবে।

শেষ ধাপ

Screenshot_13.png

এবার পেইজটির ভিতরে নিজের একটি স্বক্ষর দিয়ে আর্ট শেষ করে দিতে হবে।

পোস্টের বিবরন
পোস্টের ধরনডিজিটাল আর্ট
ডিভাইসMS paint
ART@maksudakawsar
স্থানখিঁলগাও, ঢাকা, বাংলাদেশ

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ডিজিটাল আর্ট? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️