DIY - এসো নিজে করি || ফুলের ম্যান্ডেলা আর্ট || ১০% @shy-fox এর জন্য,, এবং ১৫% abb-charity এর জন্য..
আমার বাংলা ব্লগে
বাংলা ২০ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো এবং সুস্থ আছি ৷ তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে ৷ আশা করি সবার অনেক ভালো লাগবে ৷ আমি আর্ট করতে অনেক ভালো বাসি আপনারা হয়তো জানেন ৷ আজ সারা দিন পারিবারিক বিষয়ের জন্য একটু ব্যস্ততার মাঝে দিন কেটেছে ৷ তো দিন শেষে আপনাদের মাঝে কি শেয়ার করবো ভাবেই আর্ট এর কথা মনে হয় ৷ কি আর্ট করবো তাও ভেবে পাচ্ছি না ৷ অবশেষে মনে হলো ফুলের ম্যান্ডেলা আর্ট করি ৷ যেই ভাবা সেই কাজ ৷ সন্ধ্যায় টেবিলে বসে বসে একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করলাম ৷ ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে ৷ তাই আপনাদের মাঝে আজ আমি একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ চলুন তাহলে ম্যান্ডেলা আর্ট শুরু করি ৷
- সাদা কাগজ ৷
- পেন্সিল ও রাবাট ,
- কালো রঙ্গিন কলম ,
- রুল কম্পাস ও স্কেল ৷
অঙ্কনের প্রক্রিয়াঃ
বন্ধুরা শুরুতেই A4 সাইজের সাদা কাগজ নিতে হবে ৷ এরপর কাগজের মাঝখানে মূল বিন্দু ধরে রুল কম্পাস দিয়ে পর পর কয়েকটি বৃত্ত অঙ্কন করতে হবে ৷ |
|---|
আমি পর পর চারটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি ৷ ছোট থেকে বড় চারটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি ৷ |
|---|
এরপর সেই বৃত্ত গুলো স্কেল দিয়ে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি ৷ এজন্য আমি পেন্সিল ব্যবহার করেছি ৷ |
|---|
এই ধাপে আমি কালো রঙ্গিন কলম দিয়ে ফুলের ম্যান্ডেলা আর্ট করতে শুরু করি ৷শুরুতে ছোট বৃত্তে কিছু ডিজাইন করে নেই ৷ |
|---|
এই ধাপে পরের বড় বৃত্তে আমি আরো কিছু ডিজাইন করে নিয়েছি ৷ |
|---|
এই ধাপে আরো পরের বৃত্তে আমি আরো কিছু পাতার মতো ডিজাইন করে নিয়েছি ৷এজন্য আমি কালো রঙ্গিন কলম ব্যবহার করেছি ৷ |
|---|
এই ধাপে সবার শেষ বৃত্তে আমি বড় বড় কিছু পাতার ডিজাইন অঙ্কন করি কালো রঙ্গিন কলম ব্যবহার করে ৷ |
|---|
পাতার বাইরে কিছু ছোট ছোট পাতা অঙ্কন করি একটু ডিজাইন করে ৷ এ জন্য আমি কালো রঙ্গিন কলম ব্যবহার করেছি ৷ |
|---|
চার নাম্বার বৃত্তে বড় বড় পাতা গুলো একটু ডিজাইন করে নিয়েছি এই ধাপে ৷ |
|---|
এই ধাপে আমি সম্পূর্ণ ফুলের ম্যান্ডেলা আর্ট টি একটু ডিজাইন করে নিয়েছি ৷ |
|---|
শেষ ধাপে আমি কেবল রাবাট দিয়ে পেন্সিলের দাগ গুলো মুছে ফেলি এবং আমার স্টিম ইউজার নাম লেখে দেই ৷ এভাবেই আমার ফুলের ম্যান্ডেলা আর্ট এর সমাপ্ত করি ৷ |
|---|
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আপনাদের কাছে আমার তৈরির ফুলের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে ৷ পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ভালো থাকবেন ৷ |
|---|
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

| বিষয় | ফুলের ম্যান্ডেলা আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি সি এগারো |
| আর্ট & ফটোগ্রাফি | @nirob70 |
| তারিখ | ০৪ মে ২০২২ ইং |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |














ভাইয়া ম্যান্ডেলা আর্টগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে। আপনি খুবই নিখুঁত করে ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছেন। ভীষণ রকম সুন্দর এই ম্যান্ডেলাটি কিভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইযা ৷ চেষ্টা করেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করার জন্য ৷আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷
আপনি ফুলের ম্যান্ডেলা আর্টটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ৷ আমার তৈরি ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷
বাহ অসাধারণ দক্ষতার সাথে সুন্দর এক ম্যান্ডেলা বানিয়েছেন আপমি ভাই। দেখতে অনেক ভালো লাগছে। আমার ম্যান্ডেলা আর্ট ভালো লাগে। যদিও আমি বানাতে পারিনা। তবে আপনাদের আর্ট দেখে আনন্দ পাই খুব।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ চেষ্টা করেছি আমিও ম্যান্ডেলা আর্ট করতে ভালো পারি নাহ ৷
নিশ্চয়ই অনেক সময় ব্যয় হয়েছে এই ম্যান্ডেলা তৈরি করতে যেয়ে। তবে যায় সময়ই লাগুক না কেন আপনি যে খুব দক্ষতার সাথে ধীরে ধীরে কাজটি সম্পন্ন করেছেন তা আমি বুঝতে পেরেছি। কাজটা যেন সুন্দর হয় মানুষের মনোরঞ্জন হয় সেভাবেই আপনি হাত চালিয়েছেন। এত সুন্দর দক্ষতা সম্পন্ন পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
হ্যা ভাই ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগে ৷ এগুলো ধীরে ধীরে করলে অনেক ভালো হয় ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷
ওয়াও ভাইয়া ফুলের ম্যান্ডেলা খুব সুন্দর হয়েছে। সুন্দরভাবে ফুলের ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধাপগুলো আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করা যায় আগে জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া ৷ একটু চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷
আপনার ফুলের মান্ডালা আর্টটি চমৎকার হয়েছে। আপনি তো দেখছি বেশ ভালো আঁকতে পারেন। তবে আপনি আপনার পোস্টে বারবার রাবাট শব্দটি ব্যবহার করেছেন। শব্দটি হবে রাবার অথবা ইরেজার। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আসলে শব্দটি ভুল লেখেছি ৷ আমি শব্দটি রাবাট বলি বেশি ভাগ সময় ৷ তাই রাবাট লিখছি ৷অনেক অনেক ধন্যবাদ সঠিক শব্দটি বলে দেওয়া জন্য ৷ এরপর থেকে সঠিক শব্দটি ব্যবহার করবো ৷
আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে ফুলের ম্যান্ডেলার আর্ট শেয়ার করেছেন সাথে করে আপনার উপস্থাপনকৃত বিষয়বস্তুসূমহ ও ছিলো গেছালো।আপনার জন্য শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ৷
আমি ম্যান্ডেলার করতে কেন জানি পারিনা। তবে একদিন ট্রাই করতে হবে। আপনি খুব সুন্দর করে একটি ফুলের ম্যান্ডেলা তৈরি করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। সেইসাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ম্যান্ডেলার চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
হুমম ভাই আপনিও চেষ্টা করতে পারেন ৷ খুব সহজ ম্যান্ডেলা আর্ট করা ৷ শুধু একটু সময় নিয়ে করতে হয় ৷ ধন্যবাদ আপনাকে
ভাইইয়া আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি অসাধারণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ধৈর্য সহকারে আর্ট টি সম্পন্ন করেছেন ।এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে ৷ একটু চেষ্টা করেছি কেবল আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম ৷
ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে,আপনি এতো সুন্দর আর্ট করতে পারেন দেখে খুবই ভালো লাগল।আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না।ধন্যবাদ সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানো জন্য ৷