(এসো নিজে করি) বাঙ্কারে যাওয়ার সিঁড়ির থ্রিডি আর্ট।
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

অনেকদিন পর আবারো হাজির হয়ে গেলাম থ্রিডি আর্ট নিয়ে। আমি বুঝিনা থ্রিডি আর্ট করার সময় এত কষ্ট লাগে, কিন্তু যখন পোস্ট করতে বসি তখন মনে হয় যে কি সহজ। কিন্তু আমি জানি যে এটি করতে কতটা কঠিন। এর বিভিন্ন জিনিস হিসাব-নিকাশ করে করতে হয়। তা না হলে কষ্ট শেষে যখন ছবি তুলতে যাবেন তখন দেখলেন যে কিছুই হয়নি। এরকম বেশ কয়েকবার আমার হয়েছে। কয়েকবার তো কাগজ ছিড়ে ফেলে দিয়েছি ছবি তুলতে না পেরে। যাইহোক এবারের থ্রিডি আর্টটি পারফেক্ট হয়েছে। ছবিও তুলতে পেরেছি ভালোমতো।আজকে আমি বাঙ্কারে যাওয়ার সিঁড়ির থ্রিডি আর্ট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
- একটি সাদা কাগজ
- স্কেল
- পেন্সিল
- রাবার
- স্কেল
- রং পেন্সিল
প্রথমে স্কেল দিয়ে চারকোনা ঘর এঁকে নিয়েছি।
ডান সাইডে এভাবে লম্বা করে দুটি দাগ দিয়েছি। তারপর কোনা করে দুটি চিকন চিকন দাগ দিয়েছি।
![]() | ![]() |
|---|
এখন নিচের দিকে চারকোনা আরেকটি ঘর এঁকেছি। উপরে দাগের সঙ্গে একটি দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি।
এখন নিচের দিকে লম্বা-লম্বা কতগুলো দাগ দিয়েছি। তারপর আড়াআড়ি করে লম্বা দাগ গুলো একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
বাম সাইডে মাঝের দিকে কিছু সিঁড়ির মতো এঁকেছি এবং ওপরে একটি উল্টা U এর মত এঁকে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এখন কালো রং দিয়ে কিছু কিছু জায়গায় কালো রং করে দিয়েছি।
![]() | ![]() |
|---|
খয়েরী কালারের রং দিয়ে সম্পূর্ণ আর্টটি রং করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এখন আমার আর্টটি শেষ হয়ে গিয়েছে। আমি আমার নামের সাইন করে দিয়েছি।
এ পর্যায়ে আমি বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে দেখার চেষ্টা করেছি কোন ছবিটি পারফেক্ট লাগে। সবশেষে এই ছবিটি আমার একেবারে পারফেক্ট মনে হয়েছে।
এভাবেই আমি আমার আজকের থ্রিডি আর্টটি সম্পন্ন করলাম । আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|


















থ্রিডি আর্ট করতে গেলে অ্যাঙ্গেলের ছবি তুলতে হয়। বেশ কঠিন। দেখা গেল থ্রিডি আর্ট করলাম কিন্তু ছবিতে একদমই বুঝা যাচ্ছেনা। আমিও জানে থ্রিডি আর্ট করতে কত কষ্ট।
যাইহোক আপু অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন আপনি মনে হচ্ছে সত্যিই একটি সিঁড়ি । আপনার কাজটি একদম প্রশংসা করার যোগ্য।
ঠিক বলেছেন আপু কষ্ট করে থ্রিডি আর্ট করার পর ছবি তুলতে গিয়ে যদি দেখা যায় যে থ্রিডি বোঝা যাচ্ছে না তাহলে একদম মাথা গরম হয়ে যায়। যাই হোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
একদম ঠিকই বলেছেন আপু থ্রিডি আর্ট গুলো করা খুবই কঠিন কিন্তু পোস্ট করার সময় ভালই সহজ মনে হয়। থ্রিডি আর্ট এর ছবি তোলাটাই আসল ঠিক মত ছবি তুলতে না পারলে একেবারে একাকার অবস্থা হয়ে যায় ।আমি এরকম কত করেছি শেষ পর্যন্ত মিলাতে না পেরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি ।আপনার আজকের থ্রীডি আর্টটা কিন্তু খুবই চমৎকার হয়েছে ।আমি অনেকদিন হয়ে গেছে কোন থ্রিডি আর্ট করিনা করার চিন্তা করছি কিন্তু সময় পাচ্ছিনা।
ঠিক বলেছেন আপু ছবি তুলতে কত কষ্ট করতে হয় তার কোন ঠিক নেই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে দেখতে হয় যে কোনটা ভালো লাগছে। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট করা খুব কঠিন কাজ তবে যারা পারে তাদের কাছে সহজ। আমি শেখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনা সময় দিতে। তবে থ্রিডি আর্ট করা শিখব অবশ্যই।
যারা পারে তাদের করতেও একটু কষ্ট লাগে। কারণ সহজে মেলানো যায় না। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার আজকের থ্রী ডি আর্ট টি সত্যি অসাধারণ হয়েছে ।দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাওয়া যাবে ।আসলে থ্রি ডি আর্টগুলো করা বেশ কষ্টসাধ্য ।আমিও দু-একবার করে দেখেছি বেশ ধৈর্যের কাজ ।আপনি যথেষ্ট ধৈর্য সহকারে কাজটি করেছেন দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু থ্রিডি আর্ট গুলো অনেক ধৈর্য্য সহকারে মাথা ঠান্ডা করে করতে হয়। তা না হলে কষ্ট করে আঁকাই হবে শেষমেশ আর ছবি তুলতে গেলে কিছুই পাওয়া যায় না।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলেই থ্রিডি আর্ট গুলো দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু করতে গেলেই বোঝা যায় এটা কতটা কঠিন কাজ। আর আপনি এই কঠিন কাজ খুবই নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার করা আজকের থ্রিডি আর্টটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
ভাইয়া নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট গুলো দেখতে যেমন চোখ ধাধানো মনমাতানো।
আর্ট করাটাও মাথা ঘুরানো।
আমি ত কয়েক দিন চেষ্টা করার পর কাগজ তো ছেড়েছি মাথার চুল গুলো ছিড়ে ফেলতে মন।চেয়েছে এত পরিমাণ বিরক্ত হয়েছি। সব কিছুর পরে মনে হবে এটা কি করে থ্রিডি হয়। তেমন কোন ইফেক্ট নেই তো।
তবে যায় হোক আপনার আজকের থ্রিডি আর্টটি আমার খুব ভাল লেগেছে।
আমারও একদিন এমন হয়েছিল একটা থ্রিডি আর্ট করতে গিয়ে আর মিলাতে না পেরে মাথা গরম হয়ে গিয়েছিল এবং শেষমেষ কাগজ ছিড়ে ফেলে দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
জি আপু আমিও আপনার সাথে সম্পন্ন একমত কারণ আমিও আগে থ্রিডি আর্ট করেছিলাম। থ্রিডি আর্ট করতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।
অনেক সময় নিয়ে থ্রিডি আর্ট করলে আর্টগুলো আসলেই সুন্দর হয় । সেই চেষ্টাই করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
কথায় আছে প্র্যাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট। আমিও আপনার মত কয়েকবার থ্রিডি আর্ট করার চেষ্টা করেছি কিন্তু কিছুই হয় না। তাই বাদ দিয়েছি। আপনি রীতিমতো মাস্টার হয়ে গেছেন তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু
ভাইয়া প্রথমে সহজ থ্রিডি আর্ট করার চেষ্টা করবেন। তারপর যখন শিখে যাবেন তখন একটু কঠিন গুলো করতে পারবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার এই থ্রিডি আর্ট খুব সুন্দর হয়েছে। আর এই আর্ট করা খুবই কঠিন কাজ। খুব ভালো লেগেছে আপনার এই আর্ট দেখে। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
থ্রিডি আর্টগুলো করা আসলেই একটু কঠিন। তারপরও মাঝেমধ্যে চেষ্টা করি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।