ডাই : জিপসাম হোম ডেকর সেট তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি জিপসাম হোম ডেকর সেট তৈরি করলাম।
বর্তমানে জিপসামের তৈরি কর গুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমরা কিন্তু ঘর সাজাতে এগুলো ব্যবহার করতে পারি। আবার দেখা যায় কাউকে গিফট করতেও এগুলো কিন্তু দারুন প্রোডাক্ট। আমি কিন্তু এগুলো দিয়ে বর্তমানে কাজ করতেছি। আর এখানে আমি খুবই সুন্দর একটা সেট তৈরি করেছি। এই সেটটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে আমার আজকে তৈরি হোম ডেকর সেট।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• জিপসাম পাউডার
• সিলিকন মোল্ড
• পিডিটিং ব্লু কালার
• পানি
প্রয়োজনীয় বিবরণ :
প্রথমে আমি একটা বাটিতে পানি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কালার দিয়ে দিলাম। কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এরপরে আমি পাউডার গুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো আস্তে আস্তে ভালোভাবে সব মিশিয়ে একটা তৈরি করে নিলাম।
এরপরে আমি একটা মোল্ড নিয়ে নিলাম। এরপরে আমাকে মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর এভাবে রেখে দিবো।
এরপরে আমি একটা ট্রে মোল্ড নিলাম। এরপর এর মধ্যে মিশ্রণটা ঢেলে সমান করে নিলাম।
তারপর একটা কুমড়ো এবং ফ্লাওয়ার বাসের মধ্যেও একই রকম ভাবে মিশ্রণটা ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করব।
এরপর এক ঘণ্টা পরে মোল্ড আউট করতে আসলাম। আস্তে আস্তে এটাকে মোল্ড আউট করলাম। এখানে একটা সুন্দর ফ্লাওয়ার বাস তৈরি হয়েছে।
এরপর ট্রে মোল্ড আউট করে খুবই সুন্দর একটা ট্রে তৈরি করে নিলাম।
এরপরে আমি একটা ফ্লাওয়ার বাস এবং একটা সুন্দর কুমড়ো সবগুলোকে একটা একটা করে মোল্ড আউট করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy














🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
I really enjoy your writing. Wishing you the best and continued success. Your job is really beautiful. ♥️
বর্তমানে জিপসাম দিয়ে তৈরি করা জিনিস গুলো খুব দেখতে পাই। কিন্তু কিভাবে তৈরি করা হয় তা জানতাম না,আজ আপনার পোস্ট দেখে জেনে নিলাম।খুবই অল্প উপকরণ দিয়ে এতো সুন্দর জিনিস তৈরি করা যায় ভাবতেই অবাক লাগছে আপু।প্রতিটি জিনিস খুবই সুন্দর হয়েছে।অসম্ভব রকমের সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার পোস্ট দেখে আপনি তৈরি করা দেখে নিয়েছেন জেনে ভালো লাগলো।