বোনকে ডাক্তার দেখানো।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
গত ২০১৯ সাল থেকেই আমার বোনের মুখে একটি সাদা দাগ দেখা যায়, তবে সেটা স্বাভাবিক ভাবেই কিছু দিন পর মিশে যায়। এর কিছু দিন পর বোনের শরীর এর বিভিন্ন জায়গায় আবার ও সাদা দাগ হয়। তখন আমরা সবাই চিন্তায় পরে গেলাম, তারপর গেলাম ডাক্তার এর কাছে সেই ডাক্তার অনেক টেস্ট করে বললো এটা শ্বেতী রোগ। তখন আমাদের মনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এরপর শুরু হলো ট্রিটমেন্ট। বোন কে যে ঔষধ গুলো দিয়েছিলো সেগুলো ফ্রান্স এর আর সেগুলো ব্যাবহার করে কমে যাচ্ছিলো। তবে ঔষধ এর যোগান বাজারে ছিলো না। আর দাম দ্বিগুন থেকে চার গুন হয়ে গেলো। আর সেই থেকে চিকিৎসা বন্ধ।
এরপর নতুন করে কোন দাগ হয় নি। তাই আমরা অনেক খুশি ছিলাম।
কিন্তু দুইমাস আগে থেকে আবার ও মুখে একি রকম দাগ দেখা দেয়। তাই এবার ঢাকা গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। মামীই ডাক্তার এর কাছে সিরিয়াল দিয়েছিলো।
তাই গত ২৫/১২/২০২৪ তারিখ গেলাম ডাক্তার দেখাতে।
পপুলার ডাইগোনেস্টিক সেন্টার উত্তরা শাখায়।
মামা,আমি আর বোন গেছিলাম, এই ডাক্তার বললো এটা শ্বেতী নয়। কিছু ঔষধ দিলো আর বললো পঁচিশ দিন পর এসে কিছু টেস্ট করতে। যদিও সাবানটা এখনো পাইনি।
তারপর আর কি মামা আমি বোন মিলে কিছু নাস্তা করলাম।মামা আমাদের গাড়িতে তুলে দিয়ে অফিস এ চলে গেলো।
যাইহোক এখন একটাই প্রার্থনা বোনের অসুখ টা ভালো হয়ে যাক। কারন এই দাগের জন্য সামাজিক ভাবে একটু হলেও সমস্যা তে পড়তে হয়।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.