নাটক রিভিউ || অর্ধাঙ্গিনী

in আমার বাংলা ব্লগ23 days ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকঅর্ধাঙ্গিনী
পরিচালকমাসরিকুল আলম
অভিনয়আবু হুরায়রা তানভির, সাবিলা নুর সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৪৩ মিনিট ৫৫ সেকেন্ড
মুক্তির তারিখ১২ জুলাই ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20241102_154553_YouTube.jpg

Screenshot_20241102_154608_YouTube.jpg

Screenshot_20241102_154627_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি নাটক এর রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই নাটকের মধ্যে যা কিছু ঘটেছে সবকিছুই আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায় ৷ এখানে নায়ক এবং নায়িকাকে দেখানো হয়৷ তারা ছোট্ট একটি ঘরে থাকত৷ তাদের সেই সুখের সংসারে কোন ধরনের অশান্তি ছিল না৷ শুধুমাত্র তাদের ঘরে একটা জিনিসেরই অভাব ছিল সেটা ছিল টাকা৷ তাদের কাছে বিপুল পরিমাণে টাকা না থাকার কারণে তারা এখানে অতি কষ্টে থাকে৷ তাদের সাথে আরো একজন মেয়ে থাকে৷ সে ছিল নায়কের ভাতিজি৷ তাকে নায়ক এবং নায়িকা খুব ভালোভাবে তাদের কাছে রেখে দিয়েছে।


কারণ তার মা-বাবা অনেক আগে মারা গিয়েছে৷ তারা তাদের মেয়ের মত করেই তাকে মানুষ করছিল৷ সব সময় তার যেকোনো ধরনের প্রয়োজন তারা পূরণ করছিল৷ তাকে ভালো একটি স্কুলেও তারা পড়াশোনা করার চেষ্টা করছিল ৷ এর পরবর্তীতে এখানে তারা অনেক ধরনের কাজকর্ম করছিল ৷ নায়ক তার ছোট কাজ এর মধ্যে দিয়ে অনেক কিছুই করতে চেয়েছিল৷ তবে নায়িকা ভাবছিল যে সে যেহেতু সবসময়ই বাসার মধ্যে একা একা থাকে এবং সে বাসার মধ্যে তেমন বেশি কাজ করার প্রয়োজন পড়ে না৷ তাই সে ভাবছিল যে সে অন্য কোথাও কাজ করবে৷ তারা দুজনে যখন একসাথে টাকা আয় করবে৷ তখনই তাদের ভালো একটা অ্যামাউন্টের টাকা চলে আসবে৷ তারা সেইগুলো দিয়ে অনেক ভালো কিছু করতে পারবে৷ তাই নায়ককে বারবার বলছিল যে সে কাজ করবে৷ তবে নায়ক কোনভাবেই তাকে কাজ করা অনুমতি দিচ্ছিল না।



Screenshot_20241102_154652_YouTube.jpg

Screenshot_20241102_154720_YouTube.jpg

Screenshot_20241102_154735_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এর পরবর্তীতে নায়িকা সবসময়ই তাকে বলতে থাকে যে সে যদি কাজ করে তাহলে সে কিছু টাকা আয় করলেও সেখান থেকে ভালো কিছু করতে পারবে৷ সে যদি এখান থেকে টাকা আয় করে ভালো কিছু করতে পারে তাহলে তার পরিবারের জন্য সে ভালো কিছু করতে পারবে ৷ তার কন্ট্রিবিউশন তার পরিবারের মধ্যে থাকবে৷ তার যদি বেশি টাকা আয় হয় তাহলে সে টাকাগুলো জমাবে৷ সে জমানো টাকা দিয়ে ভবিষ্যতে কিছু করবে৷ এরকম অনেক ধরনের কথা সে বলছিল৷ তবে নায়ক প্রথমে কোন কিছু করাতেই অনুমতি দিচ্ছিল না৷ কারণ নায়ক জানে যে যদি নায়িকা কোন কাজ করে তাহলে তারা অনেক কষ্ট করতে হবে৷ টাকা আয় করতে কষ্ট করতে হয় সেটি নায়ক খুব ভালোভাবে জানে৷ তাই কোন ভাবে নায়িকাকে কাজ করার অনুমতি দিচ্ছিল না।


এর পরবর্তীতে একদিন নায়ক এবং নায়িকা বাজারে যায়৷ সেখানে তারা বাজার করছিল৷ বাজারের যে সকল পন্যগুলো রয়েছে সেগুলোর যে দাম ছিল সেগুলো দেখে তারা একেবারে অবাক হয়ে যায়৷ তারা বলছিল যে এত দামে বিক্রি করলে মানুষজন কি খাবে৷ তখন দোকানদার বিভিন্ন ধরনের অজুহাত দিয়েছিল৷ এর পরবর্তীতে সেখানে নায়কের একজন পুরাতন চাচার সঙ্গে নায়কের দেখা হয়ে যায়৷ তারা নায়কের সাথে কথাবার্তা বলতে থাকে৷ তারা বলেন যে এতদিন যাবত তারা এখানে রয়েছে এখন তারা এখানেই একসাথে দেখা করবে৷ তাই নায়ককে তারা কল দিয়ে বলেছিল যে তারা পরের দিন দেখা করবে৷ পরদিন সবাই বাসায় চলে আসে৷ যখন তারা সবাই বাসায় আসে তখন নায়কের কাছে তার চাচা টাকা চাইতে থাকে৷ তবে কোন ভাবে সে টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল না৷ নায়কের কাছে টাকা ছিলও না৷ এরপর তারা সেখান থেকে চলে যায়।


Screenshot_20241102_155104_YouTube.jpg

Screenshot_20241102_155112_YouTube.jpg

Screenshot_20241102_155137_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তখন নায়ক বলছিল যে তারা একটা সময় নায়ককে এতটাই অবহেলা করেছিল যে সে টাকার জন্য অনেক কষ্ট করেছিল৷ তবে তাদের কাছে টাকা থাকার পরেও তারা নায়ককে কোন টাকা দেয়নি৷ তাই নায়ক এখন তাদেরকে কোনভাবেই টাকা ব্যবস্থা করে দিবে না৷ এর পরবর্তীতে নায়িকা তার ব্যবসা শুরু করার জন্য উদ্যোগ নেয়৷ সেখানে নায়ক তাকে সাহায্য করে৷ নায়িকা তার ব্যবসা দাঁড় করায়৷ সেখানে তার ব্যবসার যে দোকান ছিল সেটির মধ্যে অনেক ভালো কিছু নিয়ে আসার জন্য যে চিন্তা করছিল৷ প্রথমে সে হাঁসের মাংস দিয়ে সেখানে শুরু করে। সে হাঁসের মাংসের কথা শুনে অনেক মানুষই সেখানে আসত। সেখানে অনেক মানুষ এসে তার সেই প্রতিষ্ঠানে আসে৷ সেই প্রতিষ্ঠান ধীরে ধীরে বিখ্যাত হতে শুরু করে দেয়।


এর পরবর্তীতে নায়িকা সেখানে আরো নতুন নতুন আইটেম যোগ করতে থাকে৷ প্রতিনিয়ত তার সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অনেক মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে থাকে৷ সেখানে যখন মানুষজন শুনতে পায় যে অনেক ভালো একটা দোকান হয়েছে, তখন অনেক মানুষ সেখানে আসে৷ এর পরবর্তীতে সেখানে একজন ব্লগার চলে আসে৷ সে এখানে ব্লগিং করার মধ্য দিয়ে সেটি পোস্ট করে৷ এটি পোস্ট করার পরে সেখানে এটি সম্পর্কে মানুষ আরো ভালোভাবে জানতে পারে৷ ব্লগার খুব ভালোভাবেই সবকিছু উপস্থাপন করেছিল৷ ফলে তার সেই দোকান অনেক বেশি ফেমাস হয়ে যায়৷ অনেক মানুষই সেখানে আসতে থাকে৷ পরবর্তীতে সেখানে নায়িকা অনেক বেশি সফল হয়ে যায়৷ সে সেখানে সফল হওয়ার পরে সেখানে সেই ব্লগার আরো একদিন আসে৷ সেখানে নায়িকা তাকে অনেক ধন্যবাদ জানাতে থাকে৷ কারণ তার কারণেই মানুষজন সবকিছু আরও ভালোভাবে জানতে পেরেছিলেন৷ এর পরবর্তীতে নায়কও তার কাজের পাশাপাশি এখানে নায়িকাকে সময় দিতে থাকে এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে তা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে৷ নাটকের মধ্যে যখন আমি সবকিছু খুব ভালোভাবে দেখতে পাই৷ তখন সেটি খুব ভালই ছিল৷ এখানে যখন প্রথমে নাটকের মধ্যে নায়িকার ছোট একটি সংসার দেখানো হয় এবং তাদের সেই ছোট সংসারের মধ্যে যেভাবে তারা কষ্ট করে সবকিছু খুব ভালোভাবেই করছিল৷ তবে নায়িকা চাচ্ছিল যে সে নিজে কিছু একটা করবে৷ সে যদি নিজে কোন একটা কিছু করতে পারে তাহলে সেখানে ভালো কিছু করতে পারবে৷ সে নিজের সবকিছুই ধীরে ধীরে গোছানোর চেষ্টা করতে থাকে৷ তবে নায়ক প্রথমে কোনভাবেই নায়িকাকে অনুমতি দেয় না৷ ধীরে ধীরে নায়িকা সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দেয় । তার ব্যবসা প্রতিষ্ঠান সে শুরু করার পরে সেখানে অনেক মানুষই আসতে থাকে৷

ধীরে ধীরে যখন সে অনেক বেশি ফেমাস হয়ে যেতে থাকে৷ তখন সে সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানের যে মানুষজনের ভিড় ছিল সেটি সামাল দিতে অনেক কষ্ট পাচ্ছিল৷ কারণ সেখানে এত বেশি মানুষ ছিল যে কোনভাবে সবকিছু সামাল দিতে পারছিল না৷ এর পরবর্তীতে নায়ক তার সাথে এসে যোগদান করে৷ নায়ক তাকে সাহায্য করতে থাকে৷ এভাবেই তারা সফল হয়৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনাই দেখতে পাই৷ আমাদের প্রিয় মানুষটা যখন কোন কিছু করতে চায় তখন আমরা তাদেরকে অনুমতি দেই না অথবা তাদেরকে এর নিরুৎসাহিত করি। তবে এই নিরুৎসাহ না পেয়ে যদি একটু উৎসাহ পায় এবং আমাদের সাপোর্ট পায় তাহলে তারা ভালো কিছুই করতে পারবে।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৮/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

1001539642.jpg

Greetings to you. Trust you're good. There's a show on Steemit that has brought people from different countries together through music and that show is coming to an end. The show is held in Steem Music and Voices Community and the host happens to be me @bossj23.

This is our final stage and in this stage all members of the platform are to vote on which finalist they want as their winner. So please after watching the videos below, help us cast your votes. Please also help subscribe to our community. 👇🏽👇🏽👇🏽👇🏽https://steemit.com/trending/hive-127426#

Voting ends on Thursday then we'll announce a winner. This is the link to the voting poll and your code to vote. Use this customized code to submit your vote. 👇🏽👇🏽👇🏽

Voting code634PVYX7Z
Link to voteBangladeshi Votes

These are the contestants 👇🏽👇🏽👇🏽. Please watch the videos before selecting your winner.

 22 days ago 

ভাই আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। সাবিলা নূরের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে।যদিও এই নাটকটি আমার দেখা হয়নি তবে নাটকটির রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।