নাটক রিভিউ || কোটি টাকার বউ
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে কোটি টাকার বউ। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | কোটি টাকার বউ |
|---|---|
| পরিচালক | জায়েদ জুলহাস |
| অভিনয় | সাগর মির্জা, রিয়া চৌধুরী সহ আরো অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্লাটফর্ম | ইউটিউব |
| দৈর্ঘ্য | ৩৭ মিনিট ৩৭ সেকেন্ড |
| মুক্তির তারিখ | ১৪ আগষ্ট ২০২৪ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
আজকে আমি আপনাদের মাঝে একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। এই নাটকের নাম দেখে আপনারা বুঝে গিয়েছেন নাটকটি কেমন হবে। প্রথমে নাটকটি শুরু হয়ে যায়। এখানে নায়িকা গাড়ি চালাতে চালাতে সামনের দিকে আসতে থাকে এবং সে অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে৷ এরকম একটি রাস্তার মধ্যে যখন সে গাড়ি চালাতে থাকে তখন সেখানে নায়কের বাবার সাথে সে ধাক্কা খায়৷ নায়কের বাবা দুধ নিয়ে যাচ্ছিলেন৷ সেখানে তিনি যখন দুধ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন সেখানে নায়িকার গাড়ি এসে যখন তাকে অনেক জোরে ধাক্কা দেয় তখন সেই দুধ নায়িকার গাড়ির উপর পড়ে যায়৷ নায়কের বাবাও মাটিতে অনেক জোরে পড়ে যান৷ তিনি অনেক ব্যথা পান৷ এরপর নায়িকা গাড়ি থেকে বের হয়ে আসে।
এর পরবর্তীতে নায়িকা নায়কের বাবাকে অনেক বকাবকি করতে থাকেন। তাকে অনেক ধরনের কথাই বলতে থাকেন৷ সে তাকে বলতে থাকে যে সে তার গাড়ির সামনে কেন এসেছে এবং তার গাড়ির মধ্যে দুধ ফেলে দিয়েছে কেন৷ এর ফলে তার গাড়ি এখন নষ্ট হয়ে যাবে এবং এখানে গাড়ির মধ্যে অনেক গন্ধ হয়ে যাবে৷ তবে নায়িকা এটা বুঝতে রাজি ছিল না যে নায়িকা গাড়ির ধাক্কায় নায়কের বাবার যে দুধগুলো পড়ে গিয়েছে সেগুলো তার জন্য কত পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারে৷ তার কত বেশি পরিমাণ লস হয়েছে৷ একই সাথে তিনি এখানে ধাক্কা খাওয়ার কারণে তার শরীরেরও অনেক জায়গায় ব্যথা পেয়েছেন৷ তবে সেগুলো নায়িকা না দেখে শুধুমাত্র সে তার গাড়িকে দেখছিল৷ এটি করার অনেকগুলো কারণ ছিল৷ কারণ নায়িকা ছিল এলাকার অনেক বড় একজন টাকা ওয়ালার মেয়ে৷ যার ফলে সে যা করত সবকিছুই সঠিক হয়ে যেত৷ এর রবর্তীতে নায়ক সেখানে চলে আসে এবং এখানে নায়কের সাথে অনেক কথাবার্তা বলতে থাকে এবং তার বাবার অপমানের জবাব দিতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
যখন নায়ক তার বাবার অপমানের জবাব দিতে থাকে তখন সেখানে নায়িকার সাথে তার অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। এই কারণে নায়িকার এবং নায়কের মধ্যে অনেকটাই শত্রুতার সম্পর্কে গড়ে ওঠে। এই শত্রুতা সম্পর্কের কারণে তারা এক অপরকে অনেক ঘৃণা করতে থাকে। একে অপরের সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ পরবর্তীতে তারা সেখান থেকে চলে যায়৷ এলাকাতে একটি খেলার আয়োজন করা হয়েছিল৷ সেখানে একজন পালোয়ানকে আনা হয়েছিল৷ সেই পালোয়ান সবার থেকে অনেক শক্তিশালী ছিল৷ সে সেখানে এত বেশি পরিমাণে শক্তিশালী ছিল যদি কাউকে একবার আছাড় মারে অথবা কারো সাথে যদি সে ফাইট করে তাহলে সেখানে তার সাথে কেউ টিকে উঠতে পারে না৷ সে তার শক্তি দিয়ে সবকিছুকেই অনেকটাই আয়ত্ত করে নিয়েছিল৷ এর পরবর্তীতে সেখানে নায়ক চলে আসে৷ নায়ক আসার পরে সেখানে সে সবকিছু দেখতে থাকে।
এখন নায়ককে সেখানে নায়িকা দেখতে পায়। তখন নায়িকা ঘোষণা দেয় যে এই পালোয়ানকে যদি কেউ হারাতে পারে তাহলে নায়িকাকে সে বিয়ে করতে পারবে৷ কারণ নায়ক নায়িকাকে কিছুক্ষণ আগেই বলেছিল যে সে এত অহংকারী এবং সেই অহংকার ভাঙ্গার জন্য অবশ্যই সে নায়িকাকে বিয়ে করবে৷ নায়িকাকে বিয়ে করার পরে যখন সে নায়কের বাসায় থাকবে তখনই সে আসল বিষয়গুলো বুঝতে পারবে৷ তাই এখানে নায়ক পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য নেমে পড়ে৷ সেখানে পালোয়ানের সাথে যুদ্ধে জয়ী হয়ে যায়৷ সেখানে নিয়ম অনুসারে নায়িকাকে বিয়ে করার কথা ছিল৷ নায়িকাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে থাকে৷ নায়িকা শর্ত অনুযায়ী রাজি হয়ে যায়৷ সেখানে নায়িকা যখন তার শর্ত অনুযায়ী রাজি হয়ে যায় তখন নায়িকার সাথে নায়কের চুক্তিতে বিয়ে হয়৷ এই চুক্তিতে বিয়ে হওয়ার কারণে নায়িকা নায়িক এর বাসায় আসে এবং নায়কও তার সাথে বাসায় আসে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নায়িকা নায়কের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ অনেক কিছু তাকে বলতে থাকে৷ সে বলে যে সে তার বাবার কাছে যেরকম সুখে ছিল এবং কোন ধরনের কাজকর্ম করেনি, সে এখানেও ঠিক সেরকমই থাকবে৷ তবে নায়ক কোনভাবে সেটি করতে দিবে না৷ কারণ এখানে তার বাসায় এসে সবগুলো কাজ করতে হবে। যদি সে এখানে কোন ধরনের কাজ না করে তাহলে এখানে এসে কি করবে। এখানে যদি সে বাড়ির বউয়ের কাজগুলো না করে তাহলে এই কাজগুলো কে করবে৷ এরকম বিভিন্ন ধরনের কথা নায়ক নায়িকাকে বলার পরে নায়িকা একের পর এক সব ধরনের কাজ করতে থাকে৷ এভাবেই তাদের অনেকদিন যাবত চলতে থাকে৷ এর ফলে নায়িকার প্রতি যে নায়কের ভালোবাসা ছিল সেটি অনেক বৃদ্ধি পেতে থাকে৷ একই সাথে এখানে নায়িকাও নায়ককে কিছুটা পছন্দ করতে থাকে।
এর পরবর্তীতে এক মাস হতে হতে নায়িকাও নায়ককে অনেক বেশি ভালোবেসে ফেলে। নায়িকা মনে মনে নায়ককে তার স্বামী হিসেবে মেনে নিতে থাকে৷ যে চুক্তিতে বিয়ে হয়েছিল সেটি ভাঙতে চেয়েছিল একেবারে ভালোভাবে শক্তপোক্ত করার জন্য৷ তবে এখানে নায়িকা যখন তার বাসায় চলে যায় তখন সে বাসায় গিয়ে শুনতে পায় যে নায়িকার বাবা অপমান বোধ করেছিলেন৷ যখন নায়ক তার শর্ত জিতে গিয়েছিল এবং তিনি অপমান বোধ করার কারণে এখন নায়ককে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে নায়িকা বিভিন্ন ধরনের কলা কৌশল করে নায়িকার পরিবারের কাছ থেকে সে বের হয়ে আসে৷ নায়েকের পরিবারকে বাঁচানোর জন্য সে সেখান থেকে চলে আসে৷
কিছুদিনের মধ্যেই নায়িকা তাদের সাথে এত খারাপ ব্যবহার করে যার ফলে নায়ক এবং নায়কের পরিবার সেখান থেকে চলে যায়৷ এর পরবর্তীতে নায়ক যখন অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছায় এবং অনেক টাকা পয়সার মালিক হয় তখন সে আবার তার গ্রামের বাড়িতে ফিরে আসে। তখন সেখানে তাকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে লেখা ছিল যে নায়িকা তাকে সত্যিকারের ভালবাসত৷ শুধুমাত্র তার বাবার কারনেই সে তাদের সাথে এরকম ব্যবহার করেছে। সে তার জীবন দিয়ে দিয়েছে তার ভালোবাসার কারণে৷ এর পরবর্তীতে নায়ক অনেক কান্নাকাটি করতে থাকে এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়।
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
খুব সুন্দর একটি নাটক ছিল এটি। প্রথমে নাটকের যে নাম দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে নাটকটি ঠিক এরকমই হবে। এখানে নায়িকার পরিবারের অনেক টাকা ছিল । তার বাবার টাকার দাপটে নায়িকা অনেক কাজ করতে। অনেক খারাপ কিছু সে করতো ফেলে। সে অনেক ধরনের নির্যাতন নিপীড়ন মানুষদেরকে করত। এর ফলে সে যা কিছুই করত সব কিছুই তার কাছে সঠিক ছিল। এর পরবর্তীতে একদিন যখন নায়কের সাথে তার অনেক বড় ঝামেলা হয়ে যায় এবং নায়ক তাকে শর্ত দেয় সে তাকে বিয়ে করবে। সে তাকে বিয়ে করবে। এখানে নায়ক তাকে বিয়ে করতে সক্ষম হয়।
নায়িকার সাথে সে অনেকদিন থাকে এবং সেখানে যখন নায়কের সাথে সারাদিন থাকে তখন নায়িকার প্রতি তার যে দুর্বলতা ছিল সেটি আরো বেশি বৃদ্ধি পেতে থাকে। একই সাথে নায়কের অনেকটাই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত যখন নায়িকা বাসায় গিয়ে শুনতে পায় যে নায়িকার বাবা নায়কের পুরো পরিবারকে মেরে ফেলবে। তখন নায়িকা তাদেরকে সেখান থেকে বাড়িছাড়া করে। ফলে তাদেরকে এখান থেকে বের করে দেয়৷ তবে পরবর্তীতে নায়ক যখন আবারো সেই গ্রামে ফিরে আসে তখন সে আসল সত্যতা জানতে পারে৷ নায়িকা তার ভালোবাসার জন্য তার নিজের জীবন দিয়ে দিয়েছে। তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে তারা এরকম একটি চিঠি নায়কের হাতে দেওয়া হয়েছিল। আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ যাদেরকে আমরা ভালবাসি তাদেরকে আমরা কোনভাবে হারাতে চাই না। তবে বিভিন্ন কারণবশত তাদের সাথে খারাপ ব্যবহার করে হলেও তাদেরকেই বাঁচিয়ে রাখতে হয় এবং ঠিক এরকম একটি বিষয়কে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
















https://x.com/bijoy1__2024_SB/status/1978262518494646535?t=eoq0jYLCAhBx9j8UKlRK5A&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978137437265125736?t=u-yQMUnDMkw7oroQhSRKjQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978137098688340457?t=zHUmhUgpbRbAiqLjluLeUg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978137093697077633?t=FVN8VA1okArBlF6DfYoeCg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978136858123993184?t=KWDY3xpCiJHCCAQ73N90QA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1978136851291529386?t=9vtCywxwPZhglyFPnkCpjQ&s=19
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও নাটকটি আমার দেখা হয়নি তবে এই নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷
বেশ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটি যদিও দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউটি পরে অনেক ভালো লাগলো চেষ্টা করব নাটকটি দেখার জন্য। ধন্যবাদ ভাই পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
খুবই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷