নাটক রিভিউ || লাভ এ্যাক্সিডেন্ট ২
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে লাভ এ্যাক্সিডেন্ট ২। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | লাভ এ্যাক্সিডেন্ট ২ |
|---|---|
| পরিচালক | হামিদ হাসান নোমান |
| অভিনয় | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্লাটফর্ম | ইউটিউব |
| দৈর্ঘ্য | ৪১ মিনিট ৪১ সেকেন্ড |
| মুক্তির তারিখ | ১১ জুলাই ২০২৪ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই নাটকের নাম দেখে আপনারা কিছুটা বুঝতে পেরে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ তাই আমি আজকের এই নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি৷ এখানে প্রথমে নায়ক এবং নায়িকাকে দেখানো হয়৷ তাদের বিয়ে হয়ে গিয়েছিল এবং তারা খুব সুন্দরভাবেই সময় অতিবাহিত করছিল৷ তবে নায়িকা চাচ্ছিল সে যেন নায়কের একটি বিয়ে দেয়৷ সে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বাড়িতে যায়৷ বিভিন্ন মেয়েদেরকে দেখে আসে৷ সেখানে তার হাজবেন্ডের জন্য সে মেয়ে দেখতে যায়৷ যখন সে অনেক মেয়েদের বাড়িতে যায় তখন সেখানে তাদের বাড়ি থেকে তাদেরকে অনেক অপমান করে তাড়িয়ে দেওয়া হয়৷ কারণ সেখানে নায়িকার হাসবেন্ড থাকার পরেও সে তার হাজবেন্ডের জন্য পাত্রী খুঁজছে।
তবে নায়িকা কোন ভাবেই পাত্রী খুঁজে পাচ্ছিল না৷ সে সব সময়ই তার স্বামীর জন্য পাত্রী খোঁজার জন্য ব্যস্ত ছিল৷ সে অনেক বাড়িতে যায় এবং অনেক বাড়িতে গিয়ে সেখানে মেয়েদেরকে দেখে আসে৷ সেই মেয়েদেরকে তার পছন্দ হয়৷ তবে তার হাজবেন্ডের কোনোভাবে তাদেরকে পছন্দ হয় না৷ কারণ তার একজন স্ত্রী রয়েছে এবং সে নতুন কোন বিয়ে করতে চায় না৷ তাই সে সেখানে তার রহস্য ফাঁস করে দেয়৷ সেখান থেকে তারা চলে আসে৷ এর পরবর্তী সেখানে নায়িকার সাথে নায়কের অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যায়৷ তবে কোনোভাবেই নায়িকা এই ঝামেলাকে তার নিজের কাছে রাখে না৷ সে সব সময়ই নায়ককে বলতে থাকে যে সে যেন বিয়ে করে এবং তার যেন একজন সতীন আসে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নায়িকা যখন দেখল যে এখানে তার এই বুদ্ধিতে কাজ হচ্ছে না, তাই সে অন্য একটি বুদ্ধি খাটালো৷ সেখানে সে বাসাতে তার বান্ধবীকে রেখে গেল৷ সেখানে যখন সে তার বান্ধবীকে রেখে বাসা থেকে বের হয়ে পড়লো তখন সে তার বান্ধবীকে শিখিয়ে দিয়েছিল যাতে করে নায়কের সাথে ভালোভাবে কথাবার্তা বলে৷ নায়ককে যেন তার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে ফেলে৷ তবে নায়ক অনেক সচেতন ছিল। সে কোনভাবেই নায়িকার বান্ধবীর সাথে কথাবার্তা বলা তো অনেক দূরের কথা, তার সাথে দেখা করতেও চাচ্ছিল না । উল্টো বলছিল যেহেতু তার বান্ধবী এখন বাসায় নেই সে যেন বাসা থেকে চলে যায়৷ এর পরবর্তীতে নায়ক বিভিন্নভাবে তাকে বাসা থেকে বের করে দেয় এবং সে বাসা থেকে চলে যায়।
এর পরবর্তীতে এখানে নায়ককে একটি মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে। সে যখন নায়ককে অনেক বেশি পছন্দ করে ফেলে এবং সে বলতে থাকে যে সে বিয়ে করবে। সে নায়ককে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই সে সবসময়ই নায়কের পিছনে পিছনে হাঁটতে থাকে। নায়কের সাথে দেখা করার জন্য তার বাসার সামনেও চলে আসে। তখন সেখানে আবারো নতুন একটি বুদ্ধি নিয়ে আসে। সে ওই মেয়ের সাথে কথা বলে৷ আরো বলে যে ওই মেয়ে যেন নায়কের সাথে আরো ভালো ব্যবহার করতে থাকে। নায়কের সাথে যেন এমন কিছু কাজ করে যাতে করে সে বিয়ে করতে বাধ্য হয়ে যায়। তাই ওই মেয়েটি ঠিক সেরকম একটি কাজ করে ফেলে। নায়ককে ঘুমের ওষুধ খাইয়ে তার বাসায় নিয়ে আসে। তার বাসার মধ্যে নায়িকার বুদ্ধি অনুযায়ী সেরকম একটি নাটক সাজায় এবং সেই থেকেই নায়ক অনেকটাই নরম হয়ে পড়ে এবং সে আর কিছুই বলতে পারে না।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এর পরবর্তীতে নায়িকার এই বুদ্ধি সফল হয়। সে যখন ওই মেয়েটিকে এই বুদ্ধি দেয় তখন ওই মেয়েটিও তার নিজের বুদ্ধি সফল করার পরে সেখানে নায়ক বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরবর্তী দিন তাদের বিয়ে সংঘটিত হওয়ার সময় চলে আসে। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। যখন নায়ক এবং নায়কের সাথে ওই মেয়েটির বিয়ের সব কিছু হয়ে যাচ্ছিল এবং কিছু সময়ের মধ্যে যখন বিয়ে হয়ে যাওয়ার কথা হচ্ছিল তখন সেখানে নায়িকা চলে আসে৷ নায়িকা এসে নায়ককে কিছু বলবে এরকম একটি ভাব নিয়ে দাঁড়িয়ে ছিল। তবে নায়ক কোনভাবেই কোন কিছু শোনার অবস্থাতে ছিল না। সেও বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। সে বিয়ে করার জন্য প্রস্তুত না থাকলেও পরিস্থিতি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত করে দিয়েছে।
নায়িকা যখন নায়ককে সেখানে বিয়ের পূর্ব মুহূর্তে দেখতে পায় তখন সেই নায়ককে নিচে ডেকে আনে। নায়ককে ডেকে এনে বলে যে সে বাবা হতে চলেছে এবং নায়িকা এই বিষয়টি সকালবেলায় শুনেছে। ডাক্তার তাকে বলার পরবর্তী মুহূর্ত থেকে সে অনেক দ্রুত এখানে চলে এসেছে। যাতে করে সে এই খবরটি নায়ককে দিতে পারে৷ কারণ নায়িকা এতদিন চাচ্ছিল যে সে যেন মা ডাক শুনতে পারে৷ তাই সে অন্য একজন মেয়েকে নায়কের সাথে বিয়ে দিতে চাচ্ছিল৷ তবে এখন যেহেতু সে নিজেই মা হতে চলেছে তাই সে এই কথাটি বলে এবং নায়ক অনেক খুশি হয়ে যায়৷ নায়িকা বলে যে তার আর এই বিয়ে করতে হবে না৷ সে যেন এখান থেকে চলে যায়৷ তখন নায়ক বলে যে এভাবে এখান থেকে সে কি করে যাবে৷ তখন নায়ক সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে নায়িকাও সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
খুবই সুন্দর ছিল নাটকটি৷ নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয় শেয়ার করা হয়েছে তা একেবারে অসাধারণ ছিল৷ প্রথমেই নাটকের মধ্যে নায়ক এবং নায়িকাকে দেখানো হয়। নায়িকা যেভাবে তার স্বামীর জন্য পাত্রী দেখছিল এবং সেখানে পাত্রী দেখতে দেখতে অনেকগুলো পাত্রী দেখে নেয় এবং সেখানে তাদের কে যখন বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন সেই মুহূর্ত একেবারে অসাধারণ ছিল৷ এভাবেই তারা বিভিন্ন মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পায় যে নায়ককে সে এভাবে বিয়ে দিতে পারবে না৷ তাই নায়িকা বিভিন্ন ধরনের বুদ্ধি খাটিয়ে যেখানে নায়ককে বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে৷ অনেকগুলো প্ল্যান অসফল হওয়ার পর একটি প্ল্যান সফল হয়ে যায়৷ সেই প্ল্যান সফল হওয়ার পরে নায়ক আর কোন ভাবেই না করতে পারছিল না৷ তাই সে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত দেখা যায় যে নায়িকা সেখানে এসে নায়ককে সেখান থেকে নিয়ে চলে যায়৷ কারণ যে সুখবরের অপেক্ষা তারা করেছিল সেই সুখবর চলে এসেছে৷ আমাদের বাস্তব জীবনে এমন ঘটনাই দেখতে পাই এবং অনেক মানুষই এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে৷ তবে সৃষ্টিকর্তা যেকোনো সময় যে কোন কিছুই করে দিতে পারেন৷ এটি শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলেই হবে এবং ধৈর্য ধরতে হবে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
















https://x.com/i/status/2003663684594438639
https://x.com/i/status/2003500054100029777
https://x.com/i/status/2003500049486303241
https://x.com/i/status/2003499789615530227
https://x.com/i/status/2003499755184566600
https://x.com/i/status/2003499020652851349
ভাই আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। নিলয় আলমগীর ও হিমির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।যদিও না নাটকটি দেখা হয়নি তবে নাটকটির রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।